নিজস্ব প্রতিবেদক:: সোমবার, ২৭ মে রাজধানীর গুলশানে অবস্থিত খাজানা বাংলাদেশ রেস্টুরেন্টে নর্থ সাউথ ইউনিভর্সিটি ইএমবিএ ফোরাম এর বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় চল্লিশ জন প্রতিষ্ঠিত কর্পোরেট ব্যক্তিত্ব এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে এনএসইউ ইএমবিএ ফোরাম এর ইফতার মাহফিল এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
ফোরামের সাধারণ সম্পাদক মোঃ তারেক উদ্দিন (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রান্ড মার্কেটিং , প্রিমিয়ার ব্যাংক) এর স্বাগতিক বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সংগঠনটির বয়স দশ বছর অতিক্রম করায় শুরুতেই তিনি সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং বিগত বছর গুলুর নানা কার্যক্রমের বর্ননা দেন। সংগঠনটির নানাবিধ বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন সাবেক সভাপতি ফারুক খান।
এছাড়াও বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আরো বক্তব্য রাখেন সংগঠনটির বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল মামুন (হেড অব সিআরই, এইচএসবিসি ব্যাংক)
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিয়াম সিটির পারভিন সুলতানা ,পান্ডুঘর গ্রুপের ডিজিএম – এইচ আর , এস এম আহ্বাবুর রহমান, ইগ্লু আইসক্রিমের হেড অব মার্কেটিং , সুরাইয়া সিদ্দিকা, এইচটিএল লজিস্টিক্স লিঃ এর মর্তোজা হাবীব চৌধুরী, সিংগার গ্রুপের মিঃ রায়হান, ইউপিএস এর মিঃ জাহিদ, বিশিষ্ট উদ্যোক্তা মিঃ আজীম, জিলানী জুয়েল এবং মিস শাহনিমা, এনএসইউ এমবিএ ক্লাবের সভাপতি মিঃ রাফা।
বিডি প্রেস রিলিস/ ২৯ মে ২০১৯ / এমএম
Posted on অক্টোবর ১১th, ২০২৪
Posted on অক্টোবর ৫th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪