নিজস্ব প্রতিবেদক :: তরুণ উদ্যোক্তাদের প্রচেষ্টায় ধীরে ধীরে বড় হচ্ছে ই-কমার্স সেক্টর। বাড়ছে এ সেক্টরে চাকরির চাহিদা। সম্ভাবনাময় এ সেক্টরে উদ্যোক্তা তৈরি এবং ক্যারিয়ার গড়ার সম্ভাবনার নানান দিক নিয়ে আগামী ৫ জুলাই শুক্রবার, ই-ক্যাব ইয়ুথ ফোরাম রাজধানীর বনানীস্থ ইনোটেল বিজনেস হোটেলে আয়োজন করছে দিনব্যাপী ই-কমার্স সামিট।
‘ই-কমার্স সামিট অন ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পাওয়ার্ড বাই ইভ্যালি’ শীর্ষক এই আয়োজনে প্যানেল ডিসকাশন, উদ্যোক্তাদের আলোচনা এবং কর্মশালা সহ পাঁচটি বিষয়ভিত্তিক সেশনে উপস্থিত থাকবেন প্রায় ২৫ জন আলোচক।
সামিটের আয়োজক এবং ই-ক্যাব ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আসিফ আহনাফ জানান, দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন দারাজ, ইভ্যালি, বাগডুম, প্রিয়শপ, চালডাল, আপনজোন, দিনরাত্রি, এক শপ, সহজ, এসএসএল ওয়্যারলেস, বিদ্যুৎ, রেজিস্ট্রো সহ বিভিন্ন ই-কমার্স কোম্পানির কর্ণধারগণ।
আয়োজনের প্রথম সেশনে দেশীয় ই-কমার্স উদ্যোক্তাদের অংশগ্রহণে হবে ‘ফিউচার অব ই-কমার্স’ শীর্ষ উদ্যোক্তা আলোচনা। দ্বিতীয় সেশনে ‘বিজনেস প্ল্যান এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ এর ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে ই-কমার্সের জনপ্রিয়তার একটি সেক্টর এফ-কমার্স। ফেসবুকভিত্তিক পাঁচটি জনপ্রিয় উদ্যোগের নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হবে ‘এফ-কমার্স দ্য হিডেন মার্কেট’ সেশন। পরবর্তী সেশনে ই-কমার্সে চাকরির সম্ভাবনাময় নিয়ে প্যানেল ডিসকাশনে থাকবেন দেশসেরা ই-কমার্স কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান ব্যক্তিগণ। সামিটের সর্বশেষ সেশনে ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে ‘ডাইভারসিফাইড ই-কমার্স মার্কেট’ এর ওপর পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হবে।
এই সামিটের প্রধান পৃষ্ঠপোষক ই-ভ্যালি। সহযোগিতায় রয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং স্টার্টআপ সহায়তা প্রতিষ্ঠান ব্রেকবাইট। সামিটে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে http://shorturl.at/buvHI লিংক থেকে। বিস্তারিত জানা যাবে https://bit.ly/2EZfXBc লিংক থেকে।
বিডি প্রেস রিলিস / ০৪ জুলাই ২০১৯ /এমএম
Posted on সেপ্টেম্বর ২৪th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ৮th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on আগস্ট ৩০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩