নিজস্ব প্রতিবেদক :: বিশ বছরে পদার্পণ করেছে দেশি পণ্যের সমাহার নিয়ে গড়ে ওঠা শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপ।এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।এতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে বড় ধরনের আয়োজনের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে নিজস্ব কিছু কর্মী এবং সীমিত সংখ্যক গ্রাহক ও কিছু শুভাকাঙ্ক্ষী নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবির, উপ-নির্বাহী পরিচালক মো.শাহ আলম ও সিএফও ফকরুল ইসলাম এফসিএসহ বেশ কয়েকজন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।চেয়ারম্যান রাজ বলেন, “আজ আমরা খুবই আনন্দিত যে সফলতার সাথে ১৯ বছর পার করলাম এবং এই সফলতার পেছনে সব থেকে বড় অবদান ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।”
তিনি আরো বলেন, “প্রতিষ্ঠার পর অল্পদিনেই দেশের সেরা ব্র্যান্ড হিসেবে জনপ্রিয়তা অর্জন করি এবং দেড় যুগ পেরিয়েও সেই জনপ্রিয়তা ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের কর্মীরা।”“আর এটা সফল করা সম্ভব হয়েছে সকল মিডিয়া, গ্রাহক এবং বিক্রেতাদের আন্তরিকতার জন্য। সফল গ্রাহক সেবা দিতে নিরলস কাজ করে যাচ্ছে আমাদের দক্ষ কর্মীরা। আমি সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।”
বিডি প্রেসরিলিস / ০৯ জুন ২০২১ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫