জল্পনা কল্পনা বেশ কিছু দিন থেকেই চলছে। কিন্তু এবার ছবি ফাঁস হওয়ায় দেখা মিললো হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস মেট ৩০ প্রোর।আগামী বৃহস্পতিবার হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবে মেট ৩০ প্রো ফ্ল্যাগশিপ।টুইটারে বিভিন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটারের এমনকি প্রযুক্তিগত খবর ফাঁস করার জনপ্রিয় অ্যাকাউন্ট ইভান ব্লাস এই ছবি দিয়েছেন।
নতুন করে যে ছবি ফাঁস হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মেট ৩০ প্রোর পিছনে যে ক্যামেরা সেটি অনেকটা রিং এর মধ্যে বসানো। সেখানে রয়েছে ট্রিপল ক্যামেরা। যার একটি ৪০ মেগাপিক্সেল সিনে ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল সেন্সর পেয়ার্ড এবং আরেকটি ৩এক্স টেলিফটো।এছাড়াও সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং অন্যটি আল্ট্রাওয়াইড লেন্সের ক্যামেরা।
ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চি ওয়াটারফল ডিসপ্লে। ডিসপ্লেটি কার্ভড করা ডান ও বাম দিকে। এর ডিসপ্লে প্যানেল ২৪০০*১১৭৬ পিক্সেল রেজুলেশনের হবে বলে উল্লেখ করেছেন ব্লাস।প্রসেসর থাকছে কিরিন ৯৯০ ফাইভজি।
সাড়ে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে থাকছে ৪০ ওয়াট সুপারচার্জিং এবং ২৭ ওয়াট সুপার ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি।এছাড়াও ফোনটি চলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। সিপ্লেতেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।ইভান ব্লাসের ফাঁস করা এসব তথ্য এবং ১৯ সেপ্টেম্বর আসা ফোনটির প্রকৃত তথ্য মিলিয়ে দেখার অপেক্ষায় এখন প্রযুক্তি বিশ্ব।
বিডি প্রেসরিলিস / ১৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫