নিজস্ব প্রতিবেদক :: নতুন হাইব্রিড স্কুটার আনল ইয়ামাহা। মডেল ফ্যাসিনো ১২৫ এফআই। এই স্কুটারের ইঞ্জিন কোনও শব্দ ছাড়াই চালু হতে পারে।ভারতে এর ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের দাম ৭৬ হাজার ৫৩০ রুপি। ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম ৭০ হাজার রুপি।স্কুটারের সর্বশেষ আপডেটে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন স্কুটারে লুকেও এসেছে পরিবর্তন। পাশপাশি স্কুটারের রং-এর ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়া, নতুন আপডেটেড ভার্সনে দেওয়া হয়েছে, একটি ভালো ইঞ্জিনও।
এই স্কুটারে রয়েছে একটি স্মার্ট মোটর জেনারেটর (এসএমজি) সিস্টেম। এসএমজি একটি ইলেকট্রিক মোটর হিসাবে কাজ করতে পারে।এই স্কুটারের আগের মডেলটিতে ইঞ্জিন ৮.৪ বিএইচপি পাওয়ার এবং ৯.৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই স্কুটারের একটি দারুণ সুবিধা হল, এই স্কুটারের ইঞ্জিন কোনও শব্দ ছাড়াই চালু হতে পারে। এই বিশেষ ফিচারটি ১২৫ সিসি সেগমেন্টের স্কুটারগুলোতেও দেখা যায়।
ব্লুটুথ কানেকশন সহ কানেক্ট এক্স অ্যাপের মাধ্যমে স্কুটারের নানান তথ্য পাওয়া যাবে মোবাইল ফোনেই।রেড স্পেশাল, ডার্ক ম্যাট ব্লু, সুভে কপার, ইয়েলো ককটেল, ম্যাট ব্ল্যাক স্পেশাল, কুল ব্লু মেটালিক, সায়ান ব্লু, ভার্ভিড রেড, মেটালিক ব্ল্যাক, ডার্ক ম্যাট ব্লু, সুভে কপার, কুল ব্লু মেটালিক, ইয়েলো ককটেল সহ একাধিক রং-এ এই স্কুটারটি পাওয়া যাচ্ছে।
বিডি প্রেসরিলিস / ২৪ জুলাই ২০২১ /এমএম
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫