নিজস্ব প্রতিবেদক :: মধ্য প্রাচ্যের বৃহত্তম ফ্যাশন ব্র্যান্ড স্প্ল্যাশ যাত্রা শুরু করল। বাংলাদেশে তাদের নাম হলো ‘স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশ’। ১১ এপ্রিল ২০১৯ইং বৃহস্পতিবার জমকালো আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের প্রথম তলা, দোকান-১বি ২৩-২৫ নর্থ কোটে তাদের প্রথম শো-রুম উদ্বোধন হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিল সুলতান, ইন্টারন্যাশনাল অ্যান্ড বসিনি ল্যান্ডমার্ক গ্রুপের হেড অব বিজনেস বিনয় প্রকাশ, মডেল রুমা, মডেল লিমি, মডেল আঁখি, ডিজাইনার শাহরুখ আমিন টিংকু, কোরিওগ্রাফার ইমু হাশমি, ইউটিউবার শামিম হাসান সরকার, রাবা খানসহ আরো অনেকে।
স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের শো রুমটি ৭ হাজার ৫শ’ বর্গফুটের। রয়েছে এক ছাদের নিচে বিশ্বের শীর্ষ স্থানীয় ব্র্যান্ডগুলোর সমাহার। রয়েছে সালমান খানের বিং হিউম্যান, ক্রিশ্চিয়ানো রোনালদোর সিআর সেভেন, ইতালির কাপ্পা, হংকংয়ের বসিনি, আইকনিক সহ আরো অনেক শীর্ষস্থানীয় ব্র্যান্ড।
এ ছাড়াও, বাংলাদেশে তরুণ প্রজন্মের চাহিদাকে মাথায় রেখে ক্যাজুয়াল ওয়্যার, ফরমাল ওয়্যার, ফ্যাশনেবল পার্টি ওয়্যার এবং স্পোর্ট আউটফিটসহ আরো অনেকে কিছুই রয়েছে।
স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিল সুলতান বলেন, ‘স্প্ল্যাশ ফ্যাশন’ বিশ্বের অন্যতম মাল্টি ব্র্যান্ড আউটলেট। ব্র্যান্ডটি যাত্রা শুরু আমাদের দেশে। বাংলাদেশের ক্রেতারা এখন থেকে দেশেই পছন্দের ব্র্যান্ডগুলো কিনতে পারবে। যা তাদের ফ্যাশন সচেতনতার দিক থেকে এগিয়ে নিয়ে যাবে আরো কয়েক ধাপ।
বিডি প্রেস রিলিস/১৩ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on মে ১০th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫