নিজস্ব প্রতিবেদক :: ২১ জুন বিশ্ব সংগীত দিবস। বহু বছর ধরে এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে ফ্রান্স। তবে এখন বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ দিবসটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালন করা হয়।
সংগীত নিয়ে বেশ কয়েকটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। এর মধ্যে ‘গান পেলে মন’ এবং ’গানেই কথা, গানেই ব্যাথা’ শিরোনামের দুটি গানে সুর করেছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। একটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল, স্মরণ ও রাজীব। অপরটিতে কোনাল ও সাব্বির।
এছাড়া, ‘গানে গানে বিশ্ব যেন’ এবং ’গানের সংজ্ঞা’ শিরোনামের আরো দুটি গান লিখেছেন মাহবুবুল এ খালিদ। এই গান দুটিতে তিনি নিজেই সুর দিয়েছেন। গেয়েছেন নন্দিতা ও সাবরিনা নওশিন।
সবগুলো গানই মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com)-এ প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে মাহবুবুল এ খালিদ বলেন, সংগীতের কোনো ধর্ম নেই। কোনো জাত নেই। সংগীতের নেই কোনো দেশ। তাই সহজেই সংগীতের হাত ধরে মেলবন্ধন ঘটে মনের। সংগীত শুধু বিনোদন নয়। সংগীত মানুষকে উদ্দীপিত করে, সত্য ও সুন্দরের পথে চালায়। একটি ভালো গান, একটি ভালো কবিতাও বটে। একটি গান বা কবিতা তখনই স্বার্থক হয়ে ওঠে, যখন তা বিনোদনের পাশাপাশি মানুষের আত্মার খোরাক যোগায়। মানুষকে অনুপ্রাণিত করে। এই গানগুলেোয় এমন বার্তা প্রকাশ পেয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।
‘গান পেলে মন’ গানটির ওয়েব লিংক: http://www.khalidsangeet.com/musics/details/gan-pele-mon
বিডি প্রেস রিলিস/২১ জুন ২০১৯/ইএন
Posted on মে ১০th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫