নিজস্ব প্রতিবেদক :: বিশ্বখ্যাত ইঞ্জিন অয়েল মোবিলের স্ট্র্যাটিজিক অ্যালায়েন্স পার্টনার এম জে এল বাংলাদেশের (এমজেএলবিএল) উদ্যোগে অনুষ্ঠিত হল পার্টনার্স’ মিট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই অনুষ্ঠান হয়।এমজেএলবিএল এবং দেশব্যাপী এর ডিস্ট্রিবিউটদের সাথে সম্পর্ক আরও নিবিড় ও জোরদার করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে এমজেএলবিএলের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা এম মুকুল হোসেন এবং জেনারেল ম্যানেজার সালাহ্উদ্দিন আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মোবিলের চারটি নতুন পন্য উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নতুন পণ্যগুলো তুলে ধরেন।
চারটি নতুন পন্য হলো- Mobil 1 0W-20 (হাইব্রিড এবং নতুন প্রজন্মের গাড়ির জন্য ফুল-সিন্থেটিক ইঞ্জিন অয়েল), Mobil Super 2000 5W-30 (যাত্রীবাহী যানবাহনের জন্য প্রিমিয়াম সেমি-সিন্থেটিক ইঞ্জিন অয়েল) এবং মোটরসাইকেলের জন্য দুই গ্রেডের ইঞ্জিন অয়েল – Mobil Super Moto 10W-30 এবং 20W-40।
আজম জে চৌধুরী বলেন, বাংলাদেশী গ্রাহকদের কাছে মোবিল একটি নির্ভরযোগ্য নাম। সেই সাথে সেরা প্রযুক্তি ব্যবহার করে এর বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাতকরনের মাধ্যমে দেশের লুব্রিক্যান্ট চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এম জে এল বাংলাদেশ।“আমরা সবসময় সকল ক্ষেত্রে ব্যবসাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আমাদের চ্যানেল পার্টনারগণের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে থাকি। এমজেএলবিএলের সাথে ব্যবসায়ের দ্বারা উভয় পক্ষ সবসময় লাভবান হোক এটাই আমারা চাই।”
বিডি প্রেস রিলিস / ০১ আগস্ট ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫