Follow us

বাইকারদের জন্য গ্রামীণ ইউনিক্লোর টি-শার্ট

বাইকারদের জন্য গ্রামীণ ইউনিক্লোর টি-শার্ট

নিউজ ডেস্ক :: বাংলাদেশে ব্যবসায়রত জাপানী প্রতিষ্ঠান গ্রামীণ ইউনিক্লো ও হোন্ডা বাংলাদেশ একসাথে ক্রেতাদের জন্য কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে।

এই উদ্যোগে উভয় প্রতিষ্ঠান মিলে বাইকারদের জন্য নিয়ে এসেছে অভিনব, আকর্ষণীয় ডিজাইন ও বিভিন্ন রং এর টি শার্ট। মোটর সাইকেল চালক সম্প্রদায়ের জন্য এমন উদ্যোগ দেশে এটাই প্রথম। দেশের তরুণ ক্রেতাদের কথা চিন্তা করে ডিজাইনকৃত এই সব টি শার্ট শুধু বাইকার নয়, অন্যরাও পরিধান করতে পারবে স্বাচ্ছন্দ্যে।

মূলত বাইকার ও তরুণ সমাজের রুচিশীলতাকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে এই টি শার্ট। গ্রামীণ ইউনিক্লো ও হোন্ডা বাংলাদেশ, উভয় প্রতিষ্ঠানের যেকোন শো-রুমে পাওয়া যাবে এই টি শার্টগুলো। উন্নত গ্রাফিক ডিজাইনের এই টি শার্ট ৬৯০ টাকায় ক্রয় করতে পারবেন ক্রেতারা।

শুক্রবার ৫ অক্টোবর ঢাকায় গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হক ও হোন্ডা বাংলাদেশের সিইও ইউচিরো ইশি উভয়ে মিলে এই উদ্যোগের কথা ব্যক্ত করেন।

এ সম্পর্কে গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হক বলেন, আমরা সবসময়ই ভোক্তা সাধারণকে উদ্ভাবনী ও ভিন্ন ধারার পোশাক পরিবেশন করতে সচেষ্ট। তারই ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগটি সকলের দ্বারাই সমাদৃত হবে।

হোন্ডা বাংলাদেশের সিইও ইউচিরো ইশি এ সম্পর্কে বলেন, “আমি গ্রামীণ ইউনিক্লো’র সাথে এই উদ্যোগে কাজ করে খুশি ও গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে বাইকার তথা তরুণদের নিয়ে একসাথে কাজ করার সুযোগ হয়েছে আমাদের। তরুণদের রুচিবোধের কথা বিশেষভাবে চিন্তা করে আমরা টি-শার্ট গুলোকে তৈরি করেছি। আশা করি, সবাই নিজ নিজ পছন্দের টি-শার্ট টি ক্রয় করতে পারবেন।”

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.grameenuniqlo.com এবং ফেসবুক: www.facebook.com/grameenuniqlo

বিডি প্রেস রিলিস/১০ অক্টোবর ২০১৮/এসএম


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫