নিজস্ব প্রতিবেদক :: হিরোর জনপ্রিয় মোটরসাইকেল গ্ল্যামার নতুন এডিশনে বাজারে এলো। নতুন এই এডিশনের নাম গ্ল্যামার ব্লেজ। ভারতে বাইটি বিক্রি হচ্ছে ৭২ হাজার রুপিতে।
হিরো গ্ল্যামার ব্লেজ মডেলে ১২৫ সিসির বিএস-৬ ইঞ্জিন ব্যবহৃত হয়ছে। গ্ল্যামারের এই মডেলটিও সমানভাবে জনপ্রিয়তা পাবে বলে তারা আশাবাদী।
নতুন গ্ল্যামারের ইঞ্জিনে অত্যাধুনিক এক্সসেন্সs প্রোগ্রামড ফুয়েল ইনজেকটেড প্রযুক্তি ব্যবহার করেছে হিরো। ক্ষমতার কথা বললে, এর শক্তিশালী ইঞ্জিনে ১০.৭ বিএইচপি @৭৫০০ শক্তি এবং ৬,০০০ আরপিএম-এ ১০.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম।
এতে ব্যবহার করা হয়েছে হিরোর স্টার্ট-স্টপ টেকনোলজি আই৩এস। এর ফলে আরও বেশি মাইলেজ পাওয়া যাবে। সেইসঙ্গে আছে অটো সেইল প্রযুক্তির সংমিশ্রণ। অন্য বৈশিষ্টের মধ্যে এই বাইকে আছে ইউএসবি চার্জার এবং একটি সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর।
নতুন মডেলের বাইকে আছে ২৪০ এমএম ডিস্ক ব্রেক। সেইসঙ্গে যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে আরও বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে।
বিডি প্রেসরিলিস /০১ জানুয়ারি ২০২১ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫