নিজস্ব প্রতিবেদক :: তিন বছর পর বাংলাদেশে নতুন মোটরসাইকেল আনল হিরো। প্রিমিয়াম সেগমেন্টের বাইকটির মডেল থ্রিলার ১৬০আর। আজ হিরোর দেশীয় পরিবেশক নিলয় মোটরস লিমিটেড বাইকটি বিক্রির ঘোষণা দেয়।
মাসকুলার লুকের এই হিরো থ্রিলারে রয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব এক্সসেন্স টেকনোলজি। এতে ১০টি সেন্সর দেয়া হয়েছে। ফলে ভালো এক্সিলারেশন পাওয়া যাবে। হিরো দাবি করছে নতুন এই বাইক ০ থেকে ৬০ কিলোমিটার গতি তুলতে মাত্র ৪.৭ সেকেন্ড সময় নেয়।
বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস দেয়া হয়েছে। গ্রিপের জন্য আছে প্রশস্ত টায়ার। আরোহীকে ঝাঁকুনিমুক্ত রাখতে পেছনে রয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক অ্যাবসর্ভার। সামনের চাকায় দেয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক।
বিশেষ ফিচার হিসেবে নতুন এই বাইকে আছে অটো সেল টেকনোলজি, এলইডি হেডলাইট, এলইডি ইন্ডিকেটর, সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার। বাইকটিকে স্পোটি লুক দেয়া হয়েছে।
বাংলাদেশের বাজারে হিরো থ্রিলার দুইটি ভার্সনে পাওয়া যাচ্ছে। সিঙ্গেল ডিস্ক ব্রেক ভার্সনের দাম ১ লাখ ৮৯ হাজার ৯৯০ টাকা। ডাবল ডিস্ক ভার্সনের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকা। তিনটি রঙে ও গ্রাফিক্সে বাইকটি পাওয়া যাচ্ছে।
বিডি প্রেসরিলিস /০৬ জানুয়ারি ২০২১ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫