নিজস্ব প্রতিবেদক :: নতুন করে হংকং ভিত্তিক এক প্রতিষ্ঠানের বিনিয়োগ পেয়েছে ই-কমার্স কুরিয়ার সার্ভিস ইকুরিয়ার।নতুন বিনিয়োগ পাওয়ায় সময় হংকং ভিত্তিক বেসরকারী প্রতিষ্ঠানটি ইকুরিয়ারের ভ্যালুয়েশন করেছে ৩০০ কোটি টাকা। ২০১৫ সালে বিনিয়োগের প্রাথমিক ধাপ শুরু করেছিল ইকুরিয়ার।নতুন সেই বিনিয়োগে কতো টাকা পাচ্ছে ইকুরিয়ার তা জানা যায়নি।
ইকুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ রাহুল জানান, ঢাকার বাইরে পণ্য পৌঁছে দেওয়ার নেটওয়ার্ক বিস্তৃত করা ছাড়াও উন্নত ওয়্যারহাউস সুবিধা বাড়ানো হবে এবং তা করা হবে অবকাঠামো ও প্রযুক্ত খাতে বিনিয়োগের মাধ্যমে।এছাড়া তাদের কার্যক্রমের ভৌগোলিক পরিসীমা বাড়ানো, আস্থা অর্জন এবং কাজের দক্ষতায় উন্নয়ন ঘটাতে এই বিনিয়োগ ব্যবহার করা হবে। যার সুফল গ্রাহ ও অংশীদাররা ভোগ করতে পারবেন বলে জানান তিনি।
কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ২০১৫ সালে কার্যক্রম শুরু করা ইকুরিয়ার বর্তমানে ই-কমার্স ব্যবসায় নানান সেবা দিচ্ছে।ইকুরিয়ার বর্তমানে বাংলাদেশের ৬০টি জেলা এবং ১ হাজারেরও বেশি ইউনিয়ন পর্যায়ে সেবা কার্যক্রম পরিচালনা করছে।বর্তমানে প্রতিষ্ঠানটিতে সাড়ে তিনশোর বেশি কর্মী নিয়ে সরাসরি ৫ হাজার স্থানীয় অংশীদারদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
বিডি প্রেসরিলিস / ১৮ আগস্ট ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫