নিজস্ব প্রতিবেদক :: বিভাগীয় শহর খুলনার আইটি এক্সপার্ট এবং আইটি প্রফেশনালদের নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি হয়ে গেল আইটি ব্যবসায় নতুন ক্যারিয়ার গড়া বিষয়ক সেমিনার নেক্সটজেন আইটি বিজনেস উইথ রেজিস্ট্রো।
শহরে টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলের সেমিনার হলে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন সেফ সিনট্যাক্স প্রতিষ্ঠাতা ও লিড ওয়েব ডেভেলপার জিএম মোস্তাকিম বিল্লাহ, স্টার্টআপ খুলনার প্রতিষ্ঠাতা নওশীন আফরিন, ফিউচার আইটি পার্কের প্রতিষ্ঠাতা ও সিইও এসএম মিশকাতুল ইসলাম, মাইক্রোড্রিম আইটির সিইও শাহানূর শরীফ, সুন্দরবনএক্স ডটকমের হেড অফ সার্ভিস হাফিজুর রহমান তরফদার, স্টার্টআপ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা আরাফাতুল ইসলাম আকিব ও ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের হেড অফ অপারেশন খান মোহাম্মদ নকীব স্বাধীন।
সেমিনারে বক্তারা আইটি ও আইটিইএস সেক্টরে বাংলাদেশের সম্ভাবনা, বর্তমান অবস্থান এবং এই সেক্টরে ক্যারিয়ার গড়া ও নিজেদের উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের অভিজ্ঞতা আলোচনা করেন। একই সঙ্গে নতুন প্রজন্মকে এই সেক্টরে ক্যারিয়ার গড়তে উৎসাহ প্রদান করেন।
সেমিনারটি আয়োজনে সার্বিক সহায়তায় ছিল ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড এবং ইজিয়ার টেকনোলজিস লিমিটেড।
বিডি প্রেস রিলিস/৪ মার্চ ২০১৯/এসএম
Posted on মে ১০th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫