Follow us

টাঙ্গাইলে সরকারি উদ্যোগে কৃষকদের হারভেষ্ট মেশিন প্রদান

হারভেষ্ট মেশিন প্রদান

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের জন্য ধান, গম কাটার হারভেস্ট মেশিন প্রদান করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিস প্রাঙ্গনে আজ কৃষক পর্যায়ে ধান গম কাটার হারভেস্ট মেশিন প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (টিও) মো. আলমগীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ’সহ অন্যান্য কর্মকর্তা ও কৃষকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত জাহান বলেন টাঙ্গাইল সদর উপজেলার রাজস্ব খাত থেকে কৃষি অফিসের মাধ্যমে ধান গম কাটতে কৃষকদের সহযোগীতার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন ৫০ ভাগ উনন্নয়ন সহায়তায় টাঙ্গাইল সদর উপজেলায় আলী হোসেনের ছেলে কৃষক মো. সোহেল হোসেন ইমুকে কর্ম এলাকা সদরের জন্য মেশিনটি প্রদান করা হয়েছে। এই মেশিনটির মূল্য সাত লাখ টাকা। কৃষক প্রদান করেছে তিন লাখ ষাট হাজার টাকা, বাকী টাকা সদর উপজেলার রাজস্ব খাত থেকে দিয়ে মেশিনটি ক্রয় করে প্রদান করা হয়। কৃষকদের উৎসায়িত করার জন্য এ বছর সদর উপজেলায় তিনটি মেশিনের বরাদ্দ হয়েছে। যার প্রথমটি প্রদান করা হয়। কৃষকদের প্রয়োজনে ওই কৃষক বিভিন্ন এলাকায় গিয়ে ধান গম কাটতে সহযোগীতা করবেন।

এ বিষয়ে ধান গম কাটার হারভেস্ট মেশিন গ্রহীতা মো. সোহেল হোসেন ইমু বলেন, টাঙ্গাইল সদর উপজেলায় আমাদের বেশ কিছু কৃষি জমি রয়েছে। গত বছর ধান কাটার মেশিন প্রাপ্তির জন্য আবেদন করে আজ মেশিনটি হাতে পেয়েছি। বর্তমানে কৃষি শ্রমিকের মাধ্যমে এক বিঘা জমির ধান কাটতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ পরে। কিন্তু এই মেশিনের মাধ্যমে এক বিঘা জমির ধান কাটলে খরচ পড়বে মাত্র ষোল থেকে আঠারশত টাকা। অর্থাৎ খরচ অর্ধেক কমে আসবে। এই মেশিনের মাধ্যমে ঘন্টায় প্রায় ৩০ শতাংশ জমির ধান কাটা সম্ভব।

(বিডি প্রেস রিলিস/৬ মে ২০১৮/এসএম)


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫