Follow us

এক চাকার যান, চার্জে চলবে ১০০ কিলোমিটার

 

নিজস্ব প্রতিবেদক ::  এই প্রথম এক চাকার যান আনল বাংলাদেশের দারাজের মালিকানাধীন প্রতিষ্ঠান আলী বাবা গ্রুপ। ব্যাটারি চালিত বিশেষ এই যান এক চার্জে চলবে টানা ১০০ কিলোমিটার।আলিবাবার এই ই-যান নিয়ে আগ্রহ তুঙ্গে বাইকপ্রেমীদের। এই ধরনের যান তো সার্কাসে দেখা যায়। তবে সংস্থার দাবি, ব্যস্ত সড়কেও চালাতে পারবেন এই ই-যান।বাইকটি চালাতে গেলে চালককে সামনের দিকে ঝুঁকতে হবে। পিছনে ঝুঁকলে গতি কমবে বাইকের।

স্টিল ট্রেলিস ফ্রেমের সঙ্গে ফক্স ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এই ই-যানে। ওয়েল ট্যাঙ্কের ডিজাইন একেবারে ডুকাটি মনস্টারের মতো। লাল ট্রেলিস ফ্রেম গাড়িটিকে একটা শক্তপোক্ত লুক দিয়েছে। এক চাকার যান হলেও পিছনেও বসার জায়গা থাকছে। তবে তা কতটা কার্যকরী, এনিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।ই-যানটিতে ব্যবহার করা হয়েছে প্যানাসোনিক ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, একবার চার্জে ৬০-১০০ কিলোমিটার চালানো সম্ভব। ফুলচার্জ হতে সময় লাগে ৩ থেকে ১২ ঘণ্টা।

ই-বাইকে রয়েছে ২,০০০ ওয়াটের ইলেকট্রিক মোটর। সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৪৮ কিলোমিটার। অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই হালকা এই যান। ওজন মাত্র ৪০ কিলোগ্রাম।এই ই-যানের এক্স-শোরুমের দাম ১৫০০ মার্কিন ডলার।

বিডি প্রেসরিলিস /১৫ এপ্রিল ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫