নিজস্ব প্রতিবেদক :: ‘মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়নে প্রতিরোধ (এএমএল/সিএফটি)’ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করেছে দেশের প্রথম ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস- নগদ। এর মধ্য দিয়ে আর্থিক অনিয়ম এবং অবৈধ অর্থ লেনদেন রোধে নিজেদের শক্তিশালী অবস্থান তুলে ধরলো নগদ।
রাজধানীর গুলশানে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগ-এর মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ নগদ-এর সকল স্তরের কর্মকর্তাগণ।
প্রশিক্ষণে আলোচনার মূল বিষয় ছিল মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়নের বিভিন্ন ধাপসমূহ, সম্ভাব্য ক্ষেত্রসমূহ, ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস (ডিএফএস)-এর ক্ষেত্রে এর ব্যাপ্তি এবং ডিএফএস প্ল্যাটফর্মকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন রোধে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ।
এ প্রসঙ্গে বাংলাদেশ ডাক বিভাগ-এর মহাপরিচালক জনাব সুধাংশু শেখর ভদ্র বলেন, আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশ ডাক বিভাগের কর্মী এবং দেশব্যাপি ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের নিয়েও মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে যাবো। পুরো আর্থিক লেনদেনের কার্যক্রম যেনো স্বচ্ছ থাকে সে ব্যাপারে বাংলাদেশ ডাক বিভাগ দৃঢ়-প্রতিজ্ঞ।
বিডি প্রেস রিলিস/ ৬ মে ২০১৯/ এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫