নিজস্ব প্রতিবেদক :: শাওমি আজ দেশে শক্তিশালী অডিও ক্ষমতা সম্পন্ন মি পকেট স্পিকার ২ নামের পোর্টেবল ব্লুটুথ স্পিকার নিয়ে এলো । মি পকেট স্পিকার ২ -তে রয়েছে ইন-বিল্ট প্রফেশনাল টিম্ফানি ৫ ওয়াট স্পিকার ড্রাইভার যা দেয় ডিপ বেজ এবং ক্লিয়ার ট্রেবলের এক অনন্য অভিজ্ঞতা। এতে রয়েছে ১২০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি যাতে টানা ৭ ঘন্টা পর্যন্ত মিউজিক শোনা সম্ভব।
উন্নতমানের সাউন্ড ক্ল্যারিটির জন্য কমপ্যাক্ট তবে শক্তিশালী মি পকেট স্পিকার ২, টিম্ফানির (একটি প্রশংসিত গ্লোবাল অডিও সংস্থা) সাথে অংশীদারিত্বের মাধ্যমে ইন্টিগ্রেটেড ফ্যাব্রিক নেট ডিজাইনের পাশাপাশি একটি চমৎকার অডিও-এর অভিজ্ঞতা নিয়ে এসেছে। টপ-মাউন্টেড কন্ট্রোল বাটনযুক্ত এই স্পিকারটি অত্যন্ত গ্রাহক-বান্ধব যার মাধ্যমে ব্যবহারকারী খুব সহজেই মিউজিকের ভলিউম বা প্লেব্যাক নিয়ন্ত্রণ করতে পারবে। এটি প্রায় সকল ব্লুটুথ-এনেবেলড ডিভাইসের জন্য উপযুক্ত যার ব্যাপ্তি ১০ মিটার পর্যন্ত এবং উন্নত সংযোগের জন্য এতে রয়েছে ব্লুটুথ ৪.১। অধিক সুবিধার্থে, হ্যান্ডস ফ্রি কলের জন্য এতে আরও রয়েছে একটি ইন-বিল্ট মাইক্রোফোন যার অ্যালুমিনিয়াম টপে হালকাভাবে প্রেস করলেই ব্যবহারকারীরা ইনকামিং কল রিসিভ করতে পারবে।
পরিশীলিত ডিজাইনসম্পন্ন এই স্পিকারটিতে অভিজাত ভাব নিয়ে আসতে ইউনিটটির উপরের অংশ একটি অ্যানোডাইজড অক্সাইডের প্রলেপযুক্ত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরী করা হয়েছে। স্পিকারের নীচের অংশটি স্টাইলিশ এলইডি ইন্ডিকেটরের পাশাপাশি শক্তিশালী পলিকার্বোনেট-এবিএস অ্যালোয় দিয়ে তৈরি। সারাদেশের অনুমোদিত সকল মি স্টোর-এ ২,০৯৯ টাকায় সাদা রং-এ মি পকেট স্পিকার ২ পাওয়া যাবে।
বিডি প্রেসরিলিস / ১৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫