নিজস্ব প্রতিবেদক :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি করেছেন ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান।
তিনি বলেন, এ প্রকল্প ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা ও তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষুদ্র বিনিয়োগের পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধি ও স্বাস্থ্যের বিষযে সচেতনতা বিষয়ে কাজ করতে হবে আমাদের।
সম্প্রতি ইসলামী ব্যাংকের কক্সবাজার ও রামু শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্রপ্রধান ও সহকারী কেন্দ্রপ্রধানদের দ্বিবার্ষিক সম্মেলন এসব কথা বলেন তিনি।রোববার ইসলামী ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনে সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব উল আলম বলেন, পল্লী উন্নয়ন প্রকল্প ইসলামী ব্যাংকের একটি কল্যাণমূলক প্রকল্প। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নের জন্য ইসলামী ব্যাংক এ প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। ব্যাংকের এই প্রকল্প দেশের ২২ হাজার গ্রামে বিস্তৃত, যার সদস্য সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালক ডা. তানভীর আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান এম. জুবায়ের আজম হেলালী প্রমুখ।
বিডি প্রেসরিলিস / ১৮ আগস্ট ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫