নিজস্ব প্রতিবেদক :: দেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, বিনিয়োগের এই ধারাকে আরো যুগোপযোগী করতে হলে বিনিয়োগ সেবা দেয়া এমন সব প্রতিষ্ঠান নিয়ে সমন্বিত ভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার বিডার আয়োজনে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদযাপন সম্পর্কিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় আমিনুল ইসলাম এ কথা বলেন।আমিনুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি নিরাপদ বিনিয়োগ বান্ধব দেশ হিসাবে পরিচিত, দেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সেক্টরে অনেক বিনিয়োগ হচ্ছে, সামনে এই হার আরো দ্রুত হবে। বিশ্বব্যাপী যেখানে গত বছর সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির হার ১৩ শতাংশ কমেছে সেখানে বাংলাদেশে প্রায় ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা বিশ্বে সর্বোচ্চ। বিনিয়োগের এই ধারাকে আরো যুগোপযোগী করতে হলে বিনিয়োগ সেবা দেয়া এমন সব প্রতিষ্ঠান নিয়ে সমন্বিত ভাবে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের জন্য বিনিয়োগকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দিতে হবে।
মতবিনিময় সভায় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদযাপন ও বিনিয়োগ মেলা সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বিডি প্রেস রিলিস / ০৪ আগস্ট ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫