নিজস্ব প্রতিবেদক :: দেশের সচেতন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়ে ফেসবুকগ্রুপ ভিত্তিক ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারস কমিউনিটি’ দিনভর কর্মসূচি পালন করেছেন। সাধারণ মানুষকে সতর্ক করার জন্যই সচেতনতামূলক এই উদ্যোগটি নেন গ্রুপটি। এতে দেশের বিভিন্ন স্বনামধন্য বায়িং হাউজ, গার্মেন্টস ফ্যাক্টরি এবং টেক্সটাইল মিল থেকে প্রায় ৮০ জন সদস্য যোগ দেন।
আজ শুক্রবার বনানী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুলশান-২ পর্যন্ত র্যালিটিতে অংশ নেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স কমিউনিটির সদস্যদের পাশাপাশি অনেক সচেতন সাধারণ মানুষ।এ বিষয়ে ইকোটেক্স লিমিটেডের মার্চেন্ডাইজিং ম্যানেজার উজ্জ্বল ডাকুয়া জানান, ‘ডেঙ্গু মশা বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এই সচেতনতার দায়িত্ব সবার আগে আমাদের নিজেদেরই।’
এছাড়া পলমল গ্রুপের নিটিং ডিভিশনের এজিএম রাশেদ আহমেদ জানান, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক সম্ভাবনাময় মেধা হারিয়ে যেতে পারে। তাই আমাদের এই সচেতনতা কর্মসূচি।’একই বিষয় নিয়ে ডিউহার্স্ট বায়িং হাউজের মার্চেন্ডাইজার গোলাম কবীর জানান, ‘এই ইভেন্ট আমাদের সামাজিক দায়বদ্ধতারই অংশ। এই চেষ্টায় অন্তত একজন মানুষও যদি সতর্ক হয়, তাহলে আমরা মনে করি সবার পরিশ্রম সার্থক।
এদিকে ব্যানার, প্ল্যাকার্ড এবং লিফলেট দেয়ার মাধ্যমে প্রচারণার পাশাপাশি চলে সকলের বাসার চারপাশে পরিচ্ছন্নতা অভিযান।এ ছাড়াও অরিজিনাল মেরিনসের রিজভান হাসান বলেন, ‘বাংলাদেশে বিপুল সংখ্যক বিদেশী আছেন। দেশের মানুষকে সচেতন করার ছাড়াও বিদেশীদেরও ইংরেজি সচেতনতামূলক লিফলেট আমরা পৌছে দিচ্ছি।’
গ্রুপের এডমিন ও ইকোটেক্স লিমিটেডের সিনিয়র মার্চেন্ডাইজার রাজু মাহমুদ বলেন, সাধারণ জনগণ ডেঙ্গু নিয়ে আতঙ্ক-উদ্বেগের মধ্যে রয়েছেন। ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সু-স্বাস্থ্য পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে সমাজে আমাদের সকলকে আরো বেশি করে উদ্যোগী হতে হবে।’
বিডি প্রেস রিলিস / ০৩ আগস্ট ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫