Follow us

তরুণদের কাজের সুযোগ দিতে চায় কাজী আইটি

Kazi IT

নিজস্ব প্রতিবেদক :: কাজী আইটির কর্ণধার মাইক কাজী বলেছেন, বাংলাদেশের তরুণদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। তাদেরকে কাজের সুযোগ দিতে হবে। আমরা সেই সুযোগটা করে দিতে চাই।

বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে ভারতের ডাটা-কোর সিস্টেমসের সঙ্গে চুক্তি করে কাজী আইটি। এই চুক্তির ফলে বাংলাদেশে আউটসোর্সিং আরো বেশি কাজ পাবে বলে আশাবাদী মাইক কাজী।

তিনি বলেন, বাংলাদেশে বসেই আমেরিকান কাজ করছি আমরা। তবে ডাটা-কোরের সাথে চুক্তির ফলে আমাদের কাজে বৈচিত্রতা আসবে। আমরা আশা করছি ২ বছরের মধ্যে আমরা আরো কয়েক হাজার লোকের কর্মসংস্থান করতে পারবো।

মাইক কাজী আরো বলেন, ডাটা-কোর সিস্টেম ভারতে বসে যে তথ্যপ্রযু্ক্তি সংক্রান্ত কাজ করছে সেগুলো এখন বাংলাদেশে বসে করবে। তাদের যে বিভিন্ন প্রযুক্তি আছে যেমন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এগুলোর ব্যবহার বাংলাদেশে হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী।

সুবীর কিশোর চৌধুরী বলেন, দেশের আইটি খাতকে এগিয়ে নিতে ও লক্ষ্য পূরণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। আগামীতে কাজী আইটির মতো যে কোন প্রতিষ্ঠান এগিয়ে এলে তাদের পাশে থাকবে তারা। যে কোন মূল্যে ৫ বিলিয়ন ডলার লক্ষ্য অর্জনে এসময় আইটি প্রতিষ্ঠানগুলোকে জোর তাগিদ দেন তিনি।

(বিডি প্রেস রিলিস/৯ মার্চ/এসএম)


LATEST POSTS
শুরু হল জিপি এক্সিলারেটর বুটক্যাম্প

Posted on এপ্রিল ২৯th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪