Follow us

চট্টগ্রামে ১৩ লাখ টাকার স্কলারশিপ দিচ্ছে ক্রিয়েটিভ আইটি

 

নিজস্ব প্রতিবেদক :: ‘প্রযুক্তি দক্ষতায় গড়বো তরুণ প্রজন্মের ক্যারিয়ার’ স্লোগানে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের চট্টগ্রাম শাখায় ১৩ লাখ টাকার শতভাগ স্কলারশিপ ঘোষণা করেছে। আগ্রহীদের আগামী ২৩ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

যে সকল বিষয়ে স্কলারশিপের সুযোগ থাকছে সেগুলোর মধ্যে রয়েছে- গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং অফিস অ্যাপ্লিকেশন উইথ বিজনেস কমিউনিকেশন।এ ব্যাপারে ক্রিয়েটিভ আইটির চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রতি মুহূর্তে কাজ করে চলেছে ক্রিয়েটিভ আইটি। এই পর্যন্ত আমরা তৈরি করেছি ৩০ হাজারের বেশি প্রযুক্তিতে দক্ষ কারিগর; যারা অবদান রেখে চলেছে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে।

ডিজিটাল সেবা দিতে ইতিমধ্যে সরকার দেশের নানাপ্রান্তে নির্মাণ করে চলেছে হাইটেক পার্ক। তথ্যপ্রযুক্তি সেবাখাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ অনেক জায়গায় প্রয়োজন দক্ষ জনশক্তি। প্রযুক্তিখাতে নিশ্চিত কর্মসংস্থানের জন্যই আমাদের এই উদ্যোগ।তিনি বলেন, বর্তমান নিয়োগকর্তারা চাইছেন আইটি স্কিল, সফট স্কিলের পাশাপাশি, কমপ্লেক্স ডিসিশন নেবার দক্ষতা; আর সেই দক্ষতা গড়তেই কাজ করে চলেছে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট।

স্বপ্নের ক্যারিয়ার শুরু করতে অনলাইনে আবেদন করতে হবে forms.gle/gmD6WxSPMT6s8x6M8 এই ঠিকানায়। এখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ করবে।

বিডি প্রেস রিলিস / ১৭ জুলাই ২০১৯ /এমএম


LATEST POSTS
শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫