নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে ‘ফাউন্ডারস’ কমিউনিটি ক্লাব লিমিটেডের পক্ষ থেকে আয়োজন করা হয় “আইডিয়ান কনসাল্টিং প্রেজেন্ট ফাউন্ডারস নাইট ৩.০”— জমকালো অনুষ্ঠান। যেখানে নেতৃত্ব, বন্ধুত্ব এবং কমিউনিটির চেতনা একসাথে উদযাপিত হয়। অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল অনুপ্রেরণাময় ও আনন্দঘন। অনুষ্ঠানের ...