Follow us

রোটার‍্যাক্টর প্রতিনিধি এমএ আহাদ

রোটার‍্যাক্টর প্রতিনিধি এমএ আহাদ

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বের প্রাচীন স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক জেলা ৩২৮২, বাংলাদেশের ২০১৯-২০ রোটাবর্ষের জন্য জেলা রোটার‍্যাক্টর প্রতিনিধি (ডিআরআর) নির্বাচিত হয়েছেন রোটার‍্যাক্টর এমএ আহাদ। শুক্র ও শনিবার কুমিল্লার ফান টাউন অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৬ষ্ঠ রোটার‍্যাক্ট জেলা কনফারেন্সে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

৩ মে হতে শুরু হওয়া এই কনফারেন্সের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহার এবং উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২, বাংলাদেশ গভর্নর রোটারিয়ান দিলনাশিঁ মোহসেন। জেলার ১১৩টি ক্লাবের মধ্য হতে ১১২টি ক্লাব ভোট দেয়। এর মধ্যে ৫টি ভোট বিভিন্ন কারণে বাদ দেয়া হয়। এতে ৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন রোটার‍্যাক্টর এমএ আহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোটার‍্যাক্টর কৃপালি চৌধুরী রাহুল পান ৫২টি ভোট।
উল্লেখ্য, রোটার‍্যাক্টর এমএ আহাদ জেলায় ২০১৮-১৯ রোটাবর্ষে জেলা সচিব, ২০১৭-১৮ রোটাবর্ষে জেলা কোষাধ্যক্ষ্যের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৪-১৫ রোটাবর্ষে রোটার‍্যাক্ট ক্লাব অফ চিটাগাং লেক সিটির সভাপতির পদ অলংকৃত করেন। ২০১৩-১৪ রোটাবর্ষে রোটারি জেলা ৩২৮০ ভেঙে ৩১৮১ ও ৩২৮২ জেলা হওয়ার পর চট্টগ্রাম অঞ্চল হতে ৪র্থ জেলা রোটার‍্যাক্টর প্রতিনিধি হিসেবে আগামী ১ জুলাই হতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিডি প্রেস রিলিস/ ৬ মে ২০১৯/ এমএম

 


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫