Follow us

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

নিজস্ব প্রতিবেদক ::‌ বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম এপেক্স ফুটওয়্যার লিঃ। তাদের জনপ্রিয়তায় নতুন মাইলফলক যোগ করে তাদের লয়াল্টি ক্লাব, এপেক্স রিওয়ার্ডসে এখন ৫০ লাখ রেজিস্টার্ড কাস্টমার। আস্থা ও বিশ্বাসের এই পথচলায় তাদের কাস্টমারদেরকে উদ্দেশ্য করে গত ৮ মে কোম্পানিটি “চলতে চলতে ৫০ লাখে” ক্যাম্পেইন লঞ্চ করে, যা ১৫ মে পর্যন্ত চলে।ক্যাম্পেইনের অংশ হিসেবে এপেক্স তাদের কাস্টমারদের জন্য বিভিন্ন অফারের ব্যবস্থা করে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে যেকোনো কাস্টমার মাত্র ১,২৯৯ টাকার শপিং করলেই এপেক্স রিওয়ার্ডসের রেজিস্টার্ড মেম্বার হতে পারে। সাথেই কোনো রেজিস্টার্ড কাস্টমার ২,০০০ টাকা বা তার বেশি মূল্যের শপিং করলে তাদের টিয়ারের উপর নির্ভর করে দ্বিগুণ রিওয়ার্ডস পয়েন্ট পায়।

এছাড়া দেশের নামকরা ব্র্যান্ডের সাথেও এপেক্স পার্টনারশিপের মাধ্যমে তাদের কাস্টমারদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট অফারের কুপন দেয়। এই কুপন ব্যবহার করে কাস্টমাররা গোজায়ান থেকে সর্বনিম্ন ৫,০০০ টাকার ফ্লাইট বা হোটেল বুকিং করলে ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছে যা ৩১ আগস্ট পর্যন্ত প্রযোজ্য। সাথেই, কুপন দিয়ে মীনা বাজারে শপিংয়ে তারা ৫% করে সর্বোচ্চ ১০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছে; আর মীনা সুইটসের সকল মিষ্টি পণ্যে ফ্ল্যাট ৫% ডিসকাউন্ট পাচ্ছে ৩০ জুন ২০২৫ পর্যন্ত। শেফ’স টেবিলের নির্দিষ্ট রেস্টুরেন্টে তারা কুপন দিয়ে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ১০% ডিসকাউন্টও উপভোগ করতে পারবে।

গত ১৫ মে ২০২৫ তারিখে গুলশান-১ এর এপেক্স স্টোরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স কর্তৃপক্ষ, অন্যান্য ব্র্যান্ড পার্টনাররা এবং দীর্ঘদিন ধরে সাথে থাকা এপেক্সের লয়াল কাস্টমাররা। অনুষ্ঠানটির একটি বিশেষ অংশ হিসেবে “শপ বিগ উইন বিগ” অফারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এপেক্স কর্তৃপক্ষ। এবছর রমজানে যেসকল কাস্টমাররা এপেক্স থেকে সর্বোচ্চ মূল্যের ট্রান্সাকশনে কেনাকাটা করেছেন তাদেরকে “শপ বিগ উইন বিগ” অফারের মাধ্যমে বিভিন্ন পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এপেক্স কর্তৃপক্ষ ব্যক্ত করে যে, এপেক্স রিওয়ার্ডসের এই ৫০ লক্ষ লয়াল কাস্টমার কেবল একটি সংখ্যা নয় বরং এটি তাদের প্রতি কাস্টমারদের আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন।
এপেক্স রিওয়ার্ডসের এই মাইলফলক অর্জন ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে তাদের অবস্থান আরো দৃঢ় করেছে। এবং এপেক্সও তাদের সকল কাস্টমারদের সর্বোচ্চ সেবা আর মানসম্পন্ন পণ্য সরবরাহ করে তাদের পছন্দের শীর্ষে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিডি প্রেসরিলিস / ১৭ মে ২০২৫  /এমএম


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫