নিজস্ব প্রতিবেদক :: এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন মিস ফারিয়া ইয়াসমিন।সম্প্রতি এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডসের নতুন চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে ফারিয়া ইয়াসমিন কে নিযুক্ত করা হয়েছে। এসিআই ফুডস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওর লিমিটেড এবং এসিআই এডিবল অয়েলস লিমিটেড এই তিনটি প্রতিষ্ঠানের অধীনে আটা, মসুর ডাল, চাল, ফুড, ভোজ্য তেল এবং খাদ্য রপ্তানি- এই ছয়টি ব্যবসায়িক বিভাগ রয়েছে।
এএসিআই-তে যোগদানের পূর্বে, ফারিয়া ইয়াসমিন নেস্টলে, মারিকো, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এবং রেকিট বেনকিসারের মতো বহুজাতিক কোম্পানিগুলিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করা ফারিয়া বর্তমানে এসিআই-এর খাদ্য ও কমোডিটি বিভাগকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন।
বিডি প্রেসরিলিস / ০৩ নভেম্বর ২০২৪ /এমএম
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫