নিজস্ব প্রতিবেদক :: ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাভা হেলথ ‘পিঙ্ক টুগেদার’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার (২১ অক্টোবর) প্রাভা হেলথের বনানী ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাভা হেলথের বিশেষজ্ঞ ডাক্তার, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে স্তন ক্যান্সারের প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
ব্রেস্ট ক্যান্সার বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নারীদের মধ্যে একটি অন্যতম সাধারণ ক্যান্সার হওয়ায় প্রাভা হেলথ এর প্রতিরোধ ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দেয়। ‘পিঙ্ক টুগেদার’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারপার্সন ড. চৌধুরী সাইমা ফেরদৌস এবং লেখক, যোগাযোগ বিশেষজ্ঞ ও সাংবাদিক রুম্পা সৈয়দা ফারজানা জামান। তারা সকলেই স্তন ক্যান্সারের সাথে সম্পর্কিত মূল্যবান ধারণা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল স্তন ক্যান্সার এবং এর সামাজিক প্রভাব নিয়ে আলোচনার মাধ্যমে সচেতনতা বাড়ানো। অনুষ্ঠানে প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও সিলভানা কিউ সিনহার উদ্বোধনী বক্তব্যের পর প্রাভা হেলথের গাইনোকোলজিস্ট ডা. সাজিয়া ফাতেমা জাফর স্তন ক্যান্সার নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা করেন।অনুষ্ঠানের অন্যান্য প্রধান আকর্ষণের মধ্যে ছিল ডা. পারমিতা করিমের আলোচনা, যিনি পরিবার চিকিৎসার মাধ্যমে স্তন ক্যান্সারের সংখ্যা কমানোর গুরুত্ব তুলে ধরেন। রাণী হামিদ ‘চেকমেট ক্যান্সার’ শিরোনামে একটি সেশন পরিচালনা করেন। ড. চৌধুরী সাইমা ফেরদৌস আলোচনা করেন কীভাবে সঠিক শিক্ষা স্তন ক্যান্সারের প্রতি সমাজে বিদ্যমান তিরস্কার কমাতে সাহায্য করতে পারে।
সিলভানা কিউ সিনহা স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতার গুরুত্ব এবং এর প্রাথমিক শনাক্তকরণের মাধ্যমে ভালো ফলাফল অর্জনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, আসুন এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের মায়েদের, বোনদের, কন্যাদের, বন্ধুদের মনে করিয়ে দেই- স্ক্রিনিং করানো কোনো কিছু ফেলে রাখার বিষয় নয়। এটা নিজের স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়ার এবং যত্নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিডি প্রেসরিলিস / ৩০ অক্টোবর ২০২৪ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫