Follow us

প্রিয়শপের মালিকসহ সংশ্লিষ্টদের তথ্য তলব কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক :: ‘ ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ ডটকম লিমিটেডের স্বত্বাধিকারী আশিকুল আলম খান সুজন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেনসহ বিভিন্ন তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে প্রিয়শপের এক লাখ টাকার বেশি লেনদেনের ভাউচারও চাওয়া হয়েছে।সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসব তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রিয়শপ ডট কম লিমিটেডের স্বত্বাধিকারী আশিকুল আলম খান সুজন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের হিসাব খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। এসব হিসাবে সম্পাদিত এক লাখ টাকা বা এর বেশি মূল্যমানের লেনদেনের ভাউচার আগামী ১০ কর্মদিবসের মধ্যে দিতে হবে।

চিঠিতে প্রিয় শপ ও আশিকুল আলম খান সুজন ছাড়াও অনেকের নাম উল্লেখ করা হয়েছে। তালিকায় রয়েছেন মোহাম্মদ ইফতেখার উদ্দিন, রুবানা ইয়াসমিন, শেখ রানা, সাবেরা ইসরাত ইভা, মিজানুর রহমান, আব্দুল লতিফ, হাছান আবদুল হামিদ, ছাবেরুল ইসলাম, কামাল হোসেন, শামসুল হক, উম্মে খালেদা, রানা রহমান চৌধুরী, সাদিয়া বেগম, সাইফুল ইসলাম, মোহাম্মদ সামিউল্লাহ, কামরুজ্জামান ও মঞ্জুর মোর্শেদ।

এছাড়া কনসেপ্ট কনক্রিট নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তালিকায়। উচ্চ ছাড়ে পণ্য বিক্রির কথা বলে গ্রাহক থেকে কয়েক হাজার কোটি টাকা সংগ্রহ করেছে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান। অর্ডার নিয়েও দীর্ঘদিন ধরে পণ্য সরবরাহ না করায় সমালোচনার মুখে পড়েছে পুরো ই-কমার্স খাত। অনেকে গ্রাহক বা মার্চেন্টের অর্থ নিয়ে পালিয়েছে।

বিভিন্ন ব্যাংক কার্ড লেনদেন স্থগিতের পর বিতর্কের মুখে এর আগে ইভ্যালি, আলেশা মার্ট, কিউকম, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুমবুম, আদিয়ান মার্ট ও নিডস ডটকম বিডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে বিএফআইইউ।

বিডি প্রেসরিলিস / ১৫ জানুয়ারি ২০২২ /এমএম  


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫