Follow us

২৫০ সিসির পালসার আনছে বাজাজ

 

নিজস্ব প্রতিবেদক ::   ২৫০ সিসির নতুন পালসার আনছে বাজাজ। নতুন লুকে ও ডিজাইনে বাজারে আসবে এটি। নতুন এই বাইকের মডেল হতে পারে বাজাজ পালসার ২৫০এফ।বাজাজের ইউটিউব চ্যানেলে জানানো হয়েছে, ‘২০ বছর ধরে গোটা বিশ্বকে রোমাঞ্চিত করার পরেও আমরা থাকছি। ভারতে স্পোর্টস মোটরসাইকেলের বাজারের সংজ্ঞা বদলে দেওয়ার দুই দশক পূর্তিকে উদযাপন করতে আমরা প্রস্তুত। কবে পরবর্তী পালসার লঞ্চ হবে? এই প্রশ্নের উত্তর আসছে শিগগিরই। আমরা নিয়ে আসছি নতুন, আগের থেকেও বড় ও স্টাইলিশ পালসার।’

বাজাজের প্রকাশ করা টিজার ভিডিওতে বাইকটি বাইরে থেকে দেখা গিয়েছে। এটিতে থাকছে ফারারিং মাউন্টেড রিয়ারভিউ মিরর। এছাড়াও রয়েছে স্প্লিট সিট, সামনে টেলিস্কোপিক ফর্ক এলইডি ডিআরএল ও প্রোজেকটর হেডল্যাম্প।আগে প্রকাশিত মিডিয়া রিপোর্টে জানা গিয়েছিল তিনটি ভেরিয়েন্টে বাজারে আসতে পারে নতুন বাজাজ পালসার ২৫০ এফ মডেলটি। এগুলো হলো- ন্যাকেড এনএস২৫০, ফুল ফেয়ার্ড আরএস২৫০, এবং সেমি ফেয়ার্ড ২৫০ এফ। তবে কোম্পানির তরফ থেকে এখনও নাম চূড়ান্ত হয়নি বলে রিপোর্টে জানানো হয়েছিল।

করোনাভাইরাস মহামারির জন্য পালসার ২৫০ লঞ্চ কিছুটা পিছিয়ে দিয়েছিল বাজাজ। নতুন বাইক উন্মোচন পিছিয়ে গেলেও মহামারির সময় একাধিকবার রাস্তায় টেস্টিংয়ে এই মোটরসাইকেলের ছবি দেখা গিয়েছিল।নতুন পালসারে থাকবে ২৫০ সিসির ইঞ্জিন। সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড এই ইঞ্জিনের সঙ্গে থাকছে একটি ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এছাড়াও নতুন পালসারে সিঙ্গেল ডিস্ক ব্রেক ডুয়াল চ্যানেল এবিএস ও সম্পূর্ণ ডিজিটাল কনসোল থাকছে। এই মোটরসাইকেলে স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে।

বিডি প্রেসরিলিস / ২৩ অক্টোবর ২০২১ /এমএম  

 


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫