Follow us

জিপিএইচ-সিজেকেএস প্রিমিয়ার ফুটবল লিগ উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক :: জিপিএইচ-সিজেকেএস প্রিমিয়ার ফুটবল লিগ ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ লিগের পৃষ্ঠপোষকতা করছে জিপিএইচ ইস্পাত লিমিটেড।

উদ্বোধনী খেলায় অংশ নেয় কাস্টমস স্পোর্টস ক্লাব এবং চট্টগ্রাম জেলা পুলিশ। এতে বর্তমান চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব শুভ সূচনা করেছে। উদ্বোধনী বক্তব্যে সাবেক মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন প্রজন্মের ফুটবলারদের পেশাদারিত্ব নিয়ে খেলতে হবে। ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। চট্টগ্রামে অনেক কর্পোরেট হাউজ আছে তাদের যেভাবে এগিয়ে আসা উচিত তারা সেভাবে এগিয়ে আসে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জিপিএইচ ইস্পাত লিমিটেডের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) শোভন মাহবুব শাহাবুদ্দিন বলেন, জিপিএইচ ইস্পাত বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পিউর এবং ক্লিন স্টিল তৈরি করছে। করোনাকালে আমরা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে জীবনরক্ষাকারী অক্সিজেন বিনামূল্যে বিতরণ করেছি। অতিমারীর সহনীয় পর্যায়ে চলে আসায় আমরা এ ধরণের আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও ক্রীড়াক্ষেত্রে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সিজেকেএস ফুটবল লিগ কমিটির সভাপতি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাকের সভাপতিত্বে ও সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠানের মিডিয়া এডভাইজার অভীক ওসমান, এডভাইজার, (লজিস্টিক এন্ড এডমিন) কর্নেল (অব.) মোহাম্মদ শওকত ওসমান, চিফ পিপল অফিসার শারমিন সুলতান, এবং সিজেকেএস এর নেতৃবৃন্দ।২৮ সেপ্টেম্বরে চসিক একাদশ বনাম বিসিআিইসি ক্রীড়া সংসদের খেলা অনুষ্ঠিত হবে।

বিডি প্রেসরিলিস / ২৯ সেপ্টেম্বর ২০২১ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫