নিজস্ব প্রতিবেদক :: এই প্রথম রিভার্স গিয়ার সুবিধা সম্বলিত স্কুটার বাজারে এলো। অর্থাৎ এই স্কুটার পেছনের দিকেও চলতে পারবে। সাধারণ স্কুটার পেছনে নিলে ঠেলে নিতে হয়। কিন্তু ওলার নতুন ইলেকট্রিক স্কুটারে রিভার্স গিয়ার চেপে স্বাচ্ছন্দে পেছনে চালিয়ে যাওয়া যাবে। সাধারণত গাড়িতে রিভার্স গিয়ার থাকে। বাংলাদেশের ইজি বাইকেও রিভার্স গিয়ার দেখা যায়।
ভারতের রাইড শেয়ারিং ও ক্যাব সার্ভিস দেয় ওলা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও ভাবিশ অগ্রবাল জানান নয়া এই ফিচারের কথা।তিনি বলেন, ‘উল্টো দিকেও অবিশ্বাস্য গতিতে ছুটতে পারবে স্কুটার।’অটো ব্লগারদের মতে, স্বাভাবিক চার্জে ১০০-১৫০ কিলোমিটার রেঞ্জ দেবে ওলা ইলেকট্রিক স্কুটার। রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে ওলায়। স্কুটারে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল ছাড়াও অ্যালয় হুইল, টেলিস্কোপিক সাসপেনশন।
সম্প্রতি স্কুটারের রং সামনে এনেছে কোম্পানি। ১০ রঙে পাওয়া যাবে ওলা ইলেকট্রিক স্কুটার। ম্যাট ও গ্লসি ফিনিশ দুই ভ্যারিয়েন্টে দেখা যাবে এই দু’চাকা। সাদা, কালো ছাড়াও রয়েছে হলুদ, লাল, গোলাপি রঙের বাহার। এ ছাড়াও অফিসিয়াল কালার হিসাবে শোভা পাচ্ছে সিলভার, হোয়াইট, ম্যাট ব্ল্যাকের মতো রং।স্কুটারটি কেনার জন্য ভারতে প্রি-বুক নেয়া হচ্ছে। এর দাম এখনো জানানো হয়নি।
বিডি প্রেসরিলিস /০৯ আগস্ট ২০২১ /এমএম
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫