Follow us

 

নিজস্ব প্রতিবেদক ::  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধদিপ্তরের আওতায় ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন (সিটিএম) প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ সরকারের ভাতা বিতরণ কর্মসূচিকে ডিজিটালাইজেশনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের চলমান কার্যক্রমকে কারিগরী সহায়তা প্রদানের জন্য সিটিএম প্রকল্প গ্রহণ করা হয়।

এই প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৬৩৪টি ল্যাপটপ ও প্রিন্টার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি. উক্ত প্রকল্পের একজন গর্বিত আইটি পার্টনার ও পণ্য সরবরাহকারী।

বর্তমানে কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিজ বাসভবনে সীমিত আকারে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ কার্যক্রমের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। পর্যায়ক্রমে অতি দ্রুত দেশের সকল জেলা ও উপজেলাসহ মাঠ র্পযায়ে ৬৩৪টি কার্যালয়ে উন্নত মানের একটি ল্যাপটপ ও একটি করে প্রিন্টার সরবরাহ করা হবে। ফলে মাঠ পর্যায়ের দপ্তরগুলোর সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মোবাইল ফাইন্যান্সিং সিস্টেমের কাজ আরো গতিশীল হবে।

ল্যাপটপ ও প্রিন্টার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব, গ্রেড-১), প্রকল্প পরিচালক খুরশিদ আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), উপ-প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা, ঢাকা জেলার সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রোকনুল হক, সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিবলীউজ্জামান, সমাজকল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মিজানুর রহমান।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত সংখ্যক কর্মকর্তাদের উপস্থিতিতে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষদের প্রতি অত্যন্ত সংবেদনশীল। প্রধানমন্ত্রীর সহায়তায় অর্থ সরাসরি ভাতাভোগীর মোবাইল অ্যাকাউন্টে চলে যায় সে বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করার জন্য মন্ত্রী সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেন।

এতে করে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। আর প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যেখানে একটি মানুষও না খেয়ে থাকবে না। সমাজসেবা অধিদপ্তরের ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

বিডি প্রেসরিলিস / ২৮ মে ২০২১ /এমএম 


LATEST POSTS
দেশের বাজারে ডাহুয়ার নতুন ওয়্যারলেস সিসি ক্যামেরা

Posted on মে ১৪th, ২০২৪

কোয়ালিটির ক্ষেত্রে বাংলাদেশে নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

Posted on মে ৫th, ২০২৪

বাজারে এলো ওয়ান্ডার’র নতুন দুটি কেক

Posted on মে ৫th, ২০২৪

রুচি বারবিকিউ চানাচুরের জমজমাট মিম ফেস্ট

Posted on মে ৫th, ২০২৪

বঙ্গ’র স্টিকার সাকিবের ব্যাটে

Posted on মে ৫th, ২০২৪

শুরু হল জিপি এক্সিলারেটর বুটক্যাম্প

Posted on এপ্রিল ২৯th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪