নিজস্ব প্রতিবেদক :: ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ এবার ভাষার মাসে নতুন সংগ্রহ সাজিয়েছে বর্ণমালাকে নকশার বিষয় করে।প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশের সংগ্রহে সাদা, কালো ও লালের পাশাপাশি এসেছে ধূসর রংয়ের ব্যবহার।
সুতি আর হাফ-সিল্ক কাপড়ে ব্লক প্রিন্ট ও এমব্রডারিতে করা হয়েছে জমিন অলঙ্করণ। প্রতিটি পোশাকের নকশায় নান্দনিক মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে নানান অনুষঙ্গের সন্নিবেশে।
সংগ্রহে রয়েছে: শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ব্লাউজ, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, উত্তরীয়। ছোটদের কামিজ, ফ্রক, স্কার্ট-টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।এসব পোশাকের মূল্যসীমা সাড়ে ৮শ’ থেকে ৪ হাজার টাকার মধ্যে।
উৎসবের পরিপূর্ণতার জন্যে পাওয়া যাবে যুগল ও পরিবারের সবার জন্যে একই বিষয়বস্তু নির্ভর পোশাক। উপহার সামগ্রী হিসাবে রয়েছে একুশের নানান মগ। রয়েছে গয়না, মেয়েদের ব্যাগ ও পার্স।
রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড ওয়েস্ট রঙ এবং রঙ জুনিয়র’য়ের পোশাকেও রয়েছে একুশের আমেজ।প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র ছাড়াও তাদের ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে একুশের পোশাক।
বিডি প্রেসরিলিস /১৯ ফেব্রুয়ারি ২০২১ /এমএম
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫