নিজস্ব প্রতিবেদক :: ওয়ানপ্লাস এইট টি স্মার্টফোন লঞ্চ হয়েছিল ১৪ অক্টোবর। ওয়ানপ্লাসের এই প্রিমিয়াম স্মার্টফোনে রয়েছে নতুন ডিজাইন, ফ্ল্যাগশিপ প্রসেসর, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৫ ওয়াট ওয়ার্প চার্জ টেকনোলজিসহ একাধিক আকর্ষণীয় ফিচার্স যা প্রিমিয়াম স্মার্টফোনে দেখা যায়, নেই শুধু ওয়ারলেস চার্জিং অপশন।
অন্য দিকে ওয়ানপ্লাস এইট টি স্মার্টফোন বাজারে আসার একদিন পরেই শাওমি তাদের নতুন এমআই টেন টি লঞ্চ করল। এমআই টেন টি সিরিজের ফোনেও রয়েছে ফ্ল্যাগশিপ প্রসেসর, ১৪৪ হার্টজ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ-সহ আরও অনেক ফিচার্স।
ভারতে এমআই টেন টি স্মার্টফোনটি দাম শুরু হচ্ছে ৩৫,৯৯৯ রুপি থেকে আর এমআই টেন টি প্রো দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ রুপি থেকে। যা অবশ্যই কম ওয়ানপ্লাস এইট টি-এর থেকে।
ওয়ানপ্লাস এইট টি-এর ৮জিবি র্যাম আর ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৪২,৯৯৯ রুপি আর ১২ জিবি র্যাম আর ২৫৬জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৪৫,৯৯৯ রুপি। এমআই টেন টি সিরিজ আর এমআই টেন টি দুটি স্মার্টফোনেই রয়েছে ৫জি সাপোর্ট।
জেনে নিন কোন ফোনটি আপনার জন্য
ওয়ানপ্লাস এইট টি ফোনে থাকছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্লুইড এমোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্জ। অন্য দিকে এমআই টেন টি প্রো ফোনে থাকছে ৬.৬৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১৪৪ হার্জ
ওয়ানপ্লাস এইট টি ও এমআই টেন টি প্রো দু’টি ফোনেই থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ও অ্যাডরেনো ৬৫০ জিপিইউএল৫জি এনেবল করার জন্য দু’টি ফোনেই থাকছে এক্স৫৫ চিপ। তবে ১২ জিবি ব়্যাম থাকছে ওয়ানপ্লাস এইট টি ফোনে। অন্য দিকে এমআই টেন টি প্রো থাকছে মাত্র ৮ জিবি ব়্যাম।
ক্যামেরা: ওয়ানপ্লাস এইট টি ফোনে থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা। অন্য দিকে ট্রিপল ক্যামেরা থাকছে এমআই টেন টি প্রো ফোনে। এ ক্ষেত্রে ওয়ানপ্লাস এইট টি ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগা পিক্সেল মনোক্রম লেন্স। অন্য দিকে, এমআই টেন টি প্রো ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলস, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তবে ওয়ানপ্লাস এইট টি ফোনে থাকছে ১৬ পিক্সেল ক্যামেরা ও এমআই টেন টি প্রো ফোনে থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।
দু’টি স্মার্ট ফোনের মধ্যে বেশি ব্যাটারি ব্যাকআপ এমআই টেন টি প্রো -এর। তবে ওয়ানপ্লাস এইট টি ফোনে থাকছে আলট্রা ফাস্ট ৬৫ ডব্লিউ ব়্যাপ চার্জ। এ ক্ষেত্রে , এমআই টেন টি প্রো ফোনে থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ডব্লিউ ফাস্ট চার্জিং ফেসিলিটি। আর ওয়ানপ্লাস এইট টি ফোনে থাকছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।
বিডি প্রেসরিলিস / ১৯ অক্টোবর ২০২০ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫