Follow us

গেজেট অ্যান্ড গিয়ারে মিলছে ভিভো স্মার্টফোন

গেজেট অ্যান্ড গিয়ারে মিলছে ভিভো স্মার্টফোন

নিউজ ডেস্ক :: এখন থেকে গেজেট অ্যান্ড গিয়ারের সকল আউটলেটে পাওয়া যাবে ভিভো স্মার্টফোন। রাজধানীর গুলশানে ভিভোর কর্পোরেট অফিসে সম্প্রতি এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ভিভো মোবাইল কোম্পানি (বিডি) লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মি. ডিউক এবং গেজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম শিমু। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গেজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম শিমু জানান, গেজেট অ্যান্ড গিয়ার থকে ভিভো স্মার্ট ফোন ক্রয়ে ক্রেতারা সঠিক পণ্যের পাশাপাশি পাবেন ৬ মাসের ০% ইএমআই সুবিধা এবং আকর্ষণীয় উপহার।

নুরে আলম শিমু আরও জানান ভিভো বাজারে নিয়ে এসেছে দুটি নতুন ফ্ল্যাগ শিপ মডেল ভি ১১ প্রো, যাতে আছে লেটেস্ট সব টেকনোলজি এবং ভি১১– যা দিচ্ছে সেরা পারফর্মেন্সের নিশ্চয়তা।

বিশ্বের সর্বপ্রথম ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুবিধা সম্বলিত ভি ১১ প্রোস্মার্ট ফোনটি এখন পাওয়া যাচ্ছে গেজেট অ্যান্ড গিয়ারে। ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রোম সম্বলিত এই স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৩৪ হাজার ৯৯০ টাকা।

এ ছাড়াও মাত্র ২৭ হাজার ৯৯০ টাকা মূল্যের ভি১১ এ আছে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রোম, হ্যালোস্ক্রিন, ১৬+৫ মেগা পিক্সেল ডুয়েল অর ক্যামেরা, ২৫ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা এবং ফাস্ট চার্জটেকনোলজি।

এই চুক্তির মাধ্যমে ভিভো এবং গেজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের প্রতিনিয়তই নতুন সব স্মার্টফোন উপহার দিতে পারবে।

বিডি প্রেস রিলিস/১৮ অক্টোবর ২০১৮/এসএম


LATEST POSTS
ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

রাজশাহীতে ১২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে প্রাণ-আরএফএল

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

‘সিটি ব্যাংকের নিট মুনাফা ১ হাজার ১৪ কোটি টাকা’

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

স্বাস্থ্য সচেতন কনজুমারদের জন্য ক্লেমন নিয়ে এলো নতুন ভ্যারিয়েন্ট ক্লেমন জিরো

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫

স্মার্ট যাত্রার টেকসই সমাধান-টেইলজি ই-মোটরসাইকেল

Posted on মার্চ ৬th, ২০২৫

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল-এর চুক্তি

Posted on মার্চ ৩rd, ২০২৫