Follow us

দাম বাড়লো বাজাজ ডোমিনর ২৫০ বাইকের

 

নিজস্ব প্রতিবেদক :: ভারতে বাজাজ ডোমিনর ২৫০-এর দাম বাড়ানো হয়েছে। বাজাজ ডোমিনর ২৫০ মোটরবাইকের দাম এক ধাক্কায় বেশ অনেকটাই বাড়লো। গত মার্চে বাইকটি ১.৬০ লক্ষ রুপিতে লঞ্চ করা হয়েছিল। এবার ৪,০৯০ রুপি দাম বৃদ্ধির ফলে এই বাইকটির মূল্য গিয়ে দাঁড়ালো ১,৬৪,০৯০ রুপিতে। বাইকটি ভাইন গ্রিন এবং অরোরা ব্ল্যাক এই দুটি রঙের বিকল্পে বাজারে পাওয়া যাচ্ছে।

বাইকটির দাম বাড়লেও বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো পরিবর্তন করা হয়নি। বাইকটির বেশিরভাগ ফিচার ডোমিনর ৪০০-এর অনুরূপ। যেমন এটি ডোমিনর ৪০০-এর মতো ডিজিট্যাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারসহ ফুল-এলইডি লাইটিং এর সাথে এসেছে। এছাড়া বাইকটিতে আছে টুইন-পড এক্সহস্ট সিস্টেম এবং স্পোর্টস-লুকিং স্প্লিট স্টেপ-আস সিট।

ডোমিনর ২৫০ এর ইঞ্জিনের কথায় আসলে, এর ২৪৮.৭ সিসির লিকুইড কুলড ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ২৯.৪ কিলোওয়াট এবং ৩৫ ন্যানোমিটার। এটি ১০.৯২ সেকেন্ডেই ০-১০০ কিমি/ঘন্টা গতিবেগ এক্সেলারেট করতে সক্ষম।

বাইকটির সামনের চাকায় ৩২০ মিমি এবং পেছনের চাকায় ২৩০ মিমি ডিস্ক ব্রেক আছে। নিরাপত্তার জন্য বাইকটি স্টান্ডার্ড ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেমের সাথে এসেছে। এছাড়া বাইকটিতে ৩৭ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড-অ্যাডজেস্টেবল মনো শক সাসপেনশন আছে। বাজাজ ডোমিনর ২৫০ এই প্রাইস রেঞ্জে সুজুকি জিক্সার ২৫০ এবং ইয়ামাহা এফডেজ২৫-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিডি প্রেসরিলিস / ১০ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫