Follow us

দেশে শাওমি’র অডিও বিভাগকে বৈচিত্র্যময় করে তুলছে

 

নিজস্ব প্রতিবেদক :: গ্লোবাল টেকনোলজি লিডার, শাওমি আজকে বাংলাদেশে দুইটি নতুন অডিও প্রোডাক্ট, মি ইয়ারফোন বেসিক এবং মি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস নিয়ে এসেছে। ব্র্যান্ডটি মি পকেট স্পিকার ২ নিয়ে আসার মাধ্যমে চলতি বছরে অডিও বিভাগে প্রবেশ করেছে এবং এখন এই নতুন সংযোজনগুলির সাথে পোর্টফোলিওকে আরো বৈচিত্র্যময় করছে।

মি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস
মি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসটিতে রয়েছে সত্যিকারের ওয়্যার-ফ্রি ডিজাইন যার সাথে কোন স্ট্রিং যুক্ত নেই। ইন্টুইটিভ টাচ কন্ট্রোলের সাহায্যে ব্যবহারকারী সহজেই ট্যাপ করে তাদের গান পরিচালনা, কল রিসিভ করা এমনকি ভয়েজ অ্যাসিস্টেন্ট এক্টিভেট করতে পারবে। এছাড়াও এর বিনাওরাল মাল্টিফাংশান বাটন গুলো ইয়ার বাডের সাথে এক্সিডেন্টাল কন্ট্যাক্ট থেকে নিরাপত্তা দিবে। মাত্র ৪.১ গ্রাম ওজনের এক একটি ইয়ার বাড অত্যন্ত হালকা, কম্প্যাক্ট এবং ব্যবহার করতে আরামদায়ক।

প্রোডাক্টটিতে নতুন জেনারেশনের ৫.০ ব্লুটুথ টেকনোলজি ব্যাবহার করা হয়েছে যা আরও গতিসম্পন্ন এবং স্টেবল যোগাযোগ রক্ষা করে। মি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস এ রয়েছে ইন্টিলিজেন্ট ইনভাইরনমেন্ট নয়েজ রিডাকশন প্রযুক্তি যা ব্যবহারকারীকে ভিড়ের মাঝেও কল রিসিভ করতে এবং নিখুঁত অডিও অভিজ্ঞতার সাথে মিউজিক উপভোগ করতে সাহায্য করবে। মি ট্রু ওয়্যারলেস এর সাথে চার্জিং কেস রয়েছে, এর ৪০ এমএএইচ ব্যাটারি ৪ ঘন্টা টানা ব্যবহারের অভিজ্ঞতা এবং ১২ ঘন্টার ব্যাটারি লাইফ দিয়ে থাকবে।

মি ইয়ারফোন বেসিক
মি ইয়ারফোন বেসিক এ রয়েছে তৃতীয় প্রজন্মের ব্যালেন্সড ড্যাপিং সিস্টেমের সাথে আল্ট্রা-ডিপ বেস যা শব্দ ও বায়ু প্রবাহ বাড়ানোর সাথেসাথে প্রাণবন্ত স্টেরিও তৈরি করতে সহয়তা করে। ভারসাম্যপূর্ণ শব্দ এবং উন্নত ট্রেবল পারফর্মেন্স প্রদান করতে অ্যালুমিনিয়াম সাউন্ড চেম্বার এর মাধ্যমে পণ্যটি ডিজাইন করা যা স্ক্র্যাচ এবং স্লিপকে প্রতিরোধক করে তোলে।

উচ্চ মানের সিলিকন ইয়ারবাড আরামদায়কভাবে ফিট করার জন্য ডিজাইন করা হয়েছে এবং দীর্ঘস্থায়ী আরামের জন্য মেইন বডিটি কানের সাথে মানানসই করে কৌনিকভাবে তৈরি করা হয়েছে। ব্যবহারের সময় পড়ে যাওয়া রোধ করতে এতে রয়েছে অ্যান্টি-স্লিপ ডিজাইন । ব্যবহারকারীরা সহজেই একটি বাটন প্রেস করে সুবিধামত কল বা গান নিয়ন্ত্রণ করতে পারবে। মি ইয়ারফোন বেসিক টি শাওমি ফোন, এবং অন্য অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে সমর্থনযোগ্য।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ” বাংলাদেশে আমাদের অডিও ক্যাটাগরিতে দুটি নতুন পণ্য যোগ করতে পেরে আমরা আনন্দিত। আমরা একটি ব্র্যান্ড হিসাবে বাংলাদেশে আমাদের পণ্য পোর্টফোলিও প্রসারিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এবং এই পণ্যগুলি গ্রাহকদের একটি সমৃদ্ধ অডিও অভিজ্ঞতা দেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে।

কমপ্যাক্ট এবং হালকা প্রকৃতির, ট যারা ওয়্যারলেস অভিজ্ঞতা পছন্দ করেন মি ট্রু ওয়্যারলেস ইয়ারবাড তাদের জন্য পারফেক্ট চয়েজ,অপরদিকে মি ইয়ারফোন বেসিক মিউজিক লাভারদের দিবে আল্ট্রা-ডিপ বেস ইফেক্ট সহ ব্যালেন্সড সাউন্ডের অভিজ্ঞতা। আমরা আশা করি যে মি ফ্যান ও মিউজিক প্রেমীদের জন্য এই দুটি পণ্য নিয়ে দারুণ অভিজ্ঞতার সঞ্চার করবে।

দাম ও প্রাপ্যতা
মি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি অসাধারণ সাদা রঙে ২৯৯৯ টাকায় পাওয়া যাবে। মি ইয়ারফোন বেসিকটি সিলভার ও কালো রঙে সাশ্রয়ী মূল্যে ৪৪৯ টাকায় পাওয়া যাবে। ১৮ ডিসেম্বর থেকে দুটি পণ্যই দেশের সকল অনুমোদিত মি স্টোরে পাওয়া যাবে।

বিডি প্রেসরিলিস / ১৭ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫