নিজস্ব প্রতিবেদক :: দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে ৬৮ আসন বিশিষ্ট অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে নভোএয়ারের উড়োজাহাজের সংখ্যা ৭ এ উন্নীত হলো।
উড়োজাহাজটি রবিবার দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এসময় নভোএয়ার এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন উড়োজাহাজ দিয়ে নভোএয়ার শিগগিরই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে।নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার ৬টি, চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি, যশোর ৫টি, সৈয়দপুর ৫টি, সিলেট ২টি, রাজশাহী, বরিশাল ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।
২০১৩ সালের জানুয়ারিতে নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করে। সঠিক সময়ে উড্ডয়ন ও সর্বোত্তম যাত্রী সেবা প্রদানের মাধ্যমে নভোএয়ার যাত্রীদের প্রথম পছন্দের এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বিডি প্রেসরিলিস / ১৫ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫