Follow us

দারাজ বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হল মেলোডি

Daraz BD Joins hands with Melody & Co.

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন শপিং মল, দারাজহাত মিলিয়েছে মেলোডিঅ্যান্ড কোম্পানির সাথে। ১৯৬৮ সালে মেলোডির যাত্রা শুরু হয়।মেলোডি বিশ্বখ্যাত ব্র্যান্ড ইবানেজ, টামা পেস্ট, মারশ্যাল ডি এডারিও, এম-অডিও, ডিজিডিজাইন, রোড, নিউট্রিক, মিউজিকম্যান এবং আরো অনেক নামকরা ব্র্যান্ডের পরিবেশক।

চুক্তি স্বাক্ষরটি দারাজ বাংলাদেশ লিমিটেডর বনানীস্থ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। দারাজের হেড অব লাইফস্টাইল শায়ন এম আঞ্জির হোসেন ও মেলোডির ম্যানেজিং পার্টনার সম্রাট সরকার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। দারাজ থেকে আরো উপস্থিত ছিলেন তাওহিদ সিফাত; মিউজিক ক্যাটাগরি হেড এবং ইফাজ হোসেন; বিজনেস ডেভেলপমেন্ট এক্সেকিউটিভ। এ ছাড়াও মেলোডি থেকে উপস্থিত ছিলেন চম্পক রায়; একাউন্ট ম্যানেজার।

দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অব লাইফস্টাইল শায়ন এম আঞ্জির হোসেন চুক্তিস্বাক্ষর উপলক্ষ্যে বলেন, “গ্রাহকদের সন্তুষ্টি এবং উন্নত সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। মেলোডির সাথে চুক্তির ফলে দারাজ ওয়েবসাইটএবং মোবাইল অ্যাপে এখন নানান ব্র্যান্ডেরসঙ্গীত বাদ্যযন্ত্রপাওয়া যাবে। এটা সঙ্গীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে সুখবর”।

এদিকে মেলোডি অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার সম্রাট সরকার বলেন, “আমরা বাংলাদেশের সর্ববৃহৎ ই-কমার্স কোম্পানির সাথে যুক্ত হতে পেরে আনন্দিত। আমরা বিশ্বাস করি দারাজেরমাধ্যমে আমরা আরো বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছতে পারবো। আশা করছি দারাজ বাংলাদেশের সাথে আমাদের এই চুক্তি দীর্ঘস্থায়ী হবে”।

(বিডি প্রেস রিলিস/২৯ জুন ২০১৮/এসএম)


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫