Follow us

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ৪০০ শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের অংশগ্রহণে আগামী ৪ আগস্ট সপ্তমবারের মত আয়োজন করতে যাচ্ছে বিওয়াইএলসি ইয়ুথ লিডারশিপ সামিট ২০২১। এর মূল লক্ষ্য, তরুণ সমাজকে এমন একটি দেশ গড়ে তুলতে আগ্রহী করে তোলা যেখানে শুধুমাত্র বিশেষ শ্রেনীভুক্তরাই নয়, দেশের সকল শ্রেণীপেশার মানুষ তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারবে।

বিওয়াইএলসি’র অপারেশন্স এবং আরএমই বিভাগের সিনিয়র ম্যানেজার জনাব ইমরান চৌধুরী সামিটের এবারের প্রেক্ষাপটকে সামনে রেখে বলেন, স্বাধীনতার প্রায় ৪৫ বছর পর আমরা স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করায় এক নতুন মাত্রা যোগ হয়েছে। তাই পরিবর্তনের সাথে মানিয়ে চলার জন্যে আমাদেরকে আরও ভালো ভাবে প্রস্তুত হতে হবে যে কারণে দেশের সকল তরুণ এবং শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সমাজে সম-অধিকার প্রতিষ্ঠায় সকলে অঙ্গিকারবদ্ধ থাকা খুব জরুরী।

মানুষের জন্যে ফাউন্ডেশন এবং ইউকে এইড’র সহযোগিতায় আয়োজিত এবারের ভার্চুয়াল সামিটে সারা বাংলাদেশ থেকে ৪০০ জন তরুণ অংশগ্রহণ করবে। তরুণ প্রতিনিধিদের নেটওয়ার্কিং, নেতৃত্বচর্চা এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তাদের সমন্বিত প্রচেষ্টা সম্পর্কিত উদ্ভাবনী আইডিয়াগুলো বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে বিওয়াইএলসি ইয়ুথ লিডারশিপ সামিট ২০২১।

এবারের সামিটে বক্তারা সরকারি-বেসরকাররি এবং বিভিন্ন ক্ষেত্রে তরুণদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণে বাধা সৃষ্টি করে এমন সব সমস্যা বা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করবেন। এছাড়াও সামিটে বিভিন্ন ইন্ডাষ্ট্রি এক্সপার্ট ও নীতিনির্ধারকদের ওয়ার্কশপ এবং প্রশ্নোত্তর পর্ব থাকবে। তরুণ প্রতিনিধিরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ, সম-অধিকারের অনুশীলন, উন্নত স্বাস্থ্য, জীবিকা, শিক্ষা এবং দক্ষতা বিকাশের সুযোগের ক্ষেত্রে অন্তর্ভুক্তি অর্জনের জন্য সুবিধাবঞ্চিত তরুণদের সমস্যা সমাধানের লক্ষ্যে কীভাবে কাজ করা উচিত তা সম্পর্কে ধারণা পাবে।

১৮-৩৫ বছর বয়সের যেকোনো শিক্ষার্থী ও তরুন পেশাজীবীরা বিওয়াইএলসি ইয়ুথ লিডারশিপ সামিট ২০২১-এ অংশগ্রহণের জন্য আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং সামিট সম্পর্কে বিস্তারিত জানা যাবে- www.bylc.org/yls2021 এই ওয়েবসাইটে।

বিডি প্রেসরিলিস / ২৭ মে ২০২১ /এমএম 


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪