Follow us

১৯ অ্যাওয়ার্ড জিতেছে ‘মেড ইন বাংলাদেশ’ এজেন্সি মিডিয়াকম

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের বিজ্ঞাপনজগতে এ বছরই ২৫ বছর সম্পন্ন করেছে বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। নানা আয়োজন-কার্যক্রমে প্রতিষ্ঠানটি উদযাপন করছে রজতজয়ন্তীর বছরটি। আর সেই উদযাপনে সঙ্গী হলো বিজ্ঞাপনশিল্পে দেশের সবচেয়ে বড় স্বীকৃতি ‘কমওয়ার্ড’-এর এবারের আসরে ১৯টি পুরস্কার জয়ের কৃতিত্ব।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত সদ্যঘোষিত কমওয়ার্ড ২০২২-এ বিভিন্ন ক্যাটেগরিতে ৭টি গোল্ড, ৭টি সিলভার এবং ৫টি ব্রোঞ্জ পেয়েছে মিডিয়াকম। ১৩ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে এবারের ‘কমওয়ার্ড’ অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার শীর্ষ-অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং বিজ্ঞাপন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরি প্যানেল সেরা বিজ্ঞাপনগুলো নির্বাচিত করেন।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবারে তেরোশোরও বেশি কাজ জমা পড়েছিলো। তার মধ্য থেকে মিডিয়াকম-এর ব্র্যান্ড সেনোরা, রিভাইভ, সেপনিল, মেরিল পেট্রোলিয়াম জেলি, রাঁধুনী, চপস্টিক, ফ্রুটিকা, কনকা ফ্রিজ মোট ১৯টি পুরস্কার জিতে নেয়। যা এবারের আয়োজনে দ্বিতীয় সর্বোচ্চ। ক্যাম্পেইন ফর উইমেন, ফিল্ম, কপিরাইটিং, জিঙ্গেল, ফিল্ম ক্রাফট, বেস্ট ইনোভেটিভ ইউজ অফ মিডিয়া, বেস্ট ইউজ অফ ডিজিটাল মিডিয়া, ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড প্রোমোশন, আর্ট ডিরেকশন, প্রিন্ট, ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন ক্যাটেগরিতে বছরজুড়ে চমৎকার ক্যাম্পেইনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারগুলো জিতেছে মিডিয়াকম। সেই সাথে আয়োজনের এক পর্যায়ে বিজ্ঞাপনজগতে মিডিয়াকম-এর ২৫ বছরের অনন্য অবদানের জন্য মিডিয়াকম লিমিটেডকে বিশেষ সম্মাননা প্রদান করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

বিডি প্রেসরিলিস / ১৭ আগস্ট ২০২২ /এমএম    


LATEST POSTS
ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫

ওয়ালটনের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Posted on মে ১০th, ২০২৫