Follow us

 

নিজস্ব প্রতিবেদক ::  নির্দিষ্ট বাজারের চাহিদাকে প্রাধান্য দিয়ে হোম এন্টারটেইমেন্টের দুর্দান্ত অভিজ্ঞতা দিতে নতুন গেমিং স্মার্টফোন হট ১০ এস বাজারে নিয়ে এসেছে প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনিফিনিক্স। দুরন্ত গতির জন্য স্মার্টফোনটিতে একটি শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসর, ৯০ হার্টজের হার্জের আলট্রা স্মুথ ডিসপ্লে, সুপার নাইটস্কেপ ইমেজিংয়ের সাথে একটি ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ক্ষমতার দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে।

মোবাইল গেমিংয়ের স্মুথ ও অদম্য অভিজ্ঞতা দিতে নতুন হট ১০ এস স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ এবং ৬.৮২ ইঞ্চির এইচডি+ আল্ট্রা-স্মুথ ডিসপ্লে সাথে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম রয়েছে। ফোনটির মিডিয়াটেক হেলিও জি৮৫ শুধুমাত্র দ্রুত এবং নির্ভুল টাচ সুবিধাই দিবে না, সাথে নির্ঝঞ্ঝাট গেমিংয়ের জন্য ইলেক্ট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) সুবিধাও থাকছে। এছাড়া এর ৯০ হার্টজের রিফ্রেস রেট টেকনোলজি কারণে সচেতন ব্যবহারকারীদের জন্য এক চমৎকার স্মার্টফোন হলো ইনফিনিক্স হট ১০ এস।

এত সব দারুণ ফিচার সন্নিবেশিত ইনফিনিক্স হট ১০ এস বাংলাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ১২,৯৯০ টাকায়। যা এ ফোনটিকে “১৫ হাজার টাকা দামের মধ্যে সেরা গেমিং ফোন” এর স্বীকৃতি এনে দিবে।

গেমিং প্রেমী স্মার্টফোন ব্যবহারকারীরা মিডিয়াটেক হেলিও জি৮৫ কে শক্তিশালী চিপসেট হিসেবে মনে করেন। মিডিয়াটেকের শক্তিশালী গেমিং চিপসেট হেলিও জি৮৫ এবং ডার-লিংক আলটিমেট গেম বুস্টারের সাথে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে ইনফিনিক্স হট ১০ এস ফোনটিতে ৬৪ বিটের অক্টা-কোর প্রসেসর রয়েছে। পাশাপাশি এতে ২.০ গিগাহার্টজের দুটি পারফরম্যান্স কোর এআরএম কর্টেক্স-এ৭৫ এবং ১.৮ গিগাহার্টজ ক্ষমতার ছয়টি পাওয়ার-ইফিসেন্ট কোর কর্টেক্স-এ৫৫ সিপিইউ রয়েছে। ফোনটির হেলিও জি৮৫ প্রসেসর বাজারে থাকা একই দামের স্মার্টফোনে ব্যবহৃত হেলিও জি৩৫ এর তুলনায় ১০১% এবং স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসরের তুলনায় ১৫% উন্নত পারফরম্যান্স পাওয়া যাবে।

ইনফিনিক্স হট ১০ এস এর বাংলাদেশ সংস্করণে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সুবিধাসহ ৬.৮২ ইঞ্চির এইচডি+ আল্ট্রা স্মুথ ডিসপ্লে রয়েছে। হট ১০ এস থাকা ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিখুঁত সেলফি এবং এর ৪৮ এমপি ব্যাক ক্যামেরার রিয়ার ফ্ল্যাশ দিয়ে পারফেক্ট পোট্রেট তোলা যাবে। এর ট্রিপল নাইট ক্যামেরা লেন্স রাতের ফটোগ্রাফিকে আরও চমকপ্রদ করবে। সঙ্গে থাকা ৬০০০ এমএএইচ (মিলি অ্যাম্পিয়ার আওয়ার) ক্ষমতার শক্তিশালী ব্যাটারি স্মার্টফোনটি দিয়ে সারাদিন মোবাইল গেমিংয়ের সাথে নির্বিঘ্নে ব্যবহারের অভিজ্ঞতা দিবে। সেইফ চার্জিং টেকনোলজির কল্যাণে পুরোপুরি চার্জ হয়ে যাওয়ার পর স্মার্টফোনটির চার্জিং স্বয়ক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

ইনফিনিক্স বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ডেভিন ইয়াং বলেন, “গ্রাহকদের প্রযুক্তিগত চাহিদা সম্পর্কে জেনে এবং তাদের সে প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্য নিয়েই আমরা ডিভাইসগুলো তৈরি করছি। আমাদের দেওয়া প্রতিশ্রুতি অব্যাহতভাবে বাস্তবায়ন করে গেমিংয়ের দুর্দান্ত অভিজ্ঞতা দিতে ইনফিনিক্সের ডিজাইন করা একাধিক স্মার্টফোনে গেমিং প্রযুক্তি উন্নত করা হচ্ছে। পাশাপাশি ডিভাইসগুলোতে নান্দনিকতা, কার্যক্ষমতা এবং উদ্ভাবনের সুসমন্বয় করা হয়েছে।”

আগামী ৮ জুলাই দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট দারাজ এবং পিকাবুতে থেকে ইনফিনিক্স হট ১০ এস প্রি-অর্ডার করলেই ক্রেতারা উপহার হিসেবে বিশেষ একটি ইয়ারফোন পাবেন। এছাড়া আগামী ১২ জুলাই থেকে অনলাইন ও অফলাইনে দেশব্যাপী হট ১০ এস পাওয়া যাবে। স্টাইলের সাথে মিলিয়ে গ্রাহকরা যাতে তাদের পছন্দের রঙের ডিভাইস কিনতে পারেন সেজন্য চারটি ভিন্ন আকর্ষণীয়- ৯৫ শতাংশ ব্ল্যাক, মোরান্ডি গ্রিন, হার্ট অব ওশেন এবং ৭ শতাংশ পার্পল রঙে পাওয়া যাবে ইনফিনিক্স হট ১০ এস।

বিডি প্রেসরিলিস /০৭ জুলাই ২০২১ /এমএম


LATEST POSTS
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪

ক্লেমনের সঙ্গে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চুক্তি স্বাক্ষরিত

Posted on মার্চ ৮th, ২০২৪