Follow us

হুয়াওয়ের ‘হাই-পারফরমেন্স’ ফোন ওয়াই নাইন এস’র প্রি-বুকিং শুরু

 

নিজস্ব প্রতিবেদক :: হাই-পারফরমেন্স ফিচারের নতুন স্মার্টফোন ওয়াই নাইন এস উন্মোচনের পর প্রি-বুকিং শুরু হয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর থেকে প্রি-বুক শুরু হয়ে চলবে ০১ ডিসেম্বর পর্যন্ত। ব্র্যান্ডশপে গিয়ে প্রি-বুকিংয়ে উপহার হিসেবে থাকছে হুয়াওয়ের ৩৬০ ডিগ্রি ক্যামেরা। পাশাপাশি থাকবে গ্রামীণফোন গ্রাহকদের জন্য ৮ জিবি ফ্রি ডেটা বান্ডেল অফার।

বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াই নাইন এস স্মার্টফোনটির দাম পড়বে ২৯,৯৯৯ টাকা। নগদ ৩,০০০ টাকা দিয়ে হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ডশপ থেকে ফোনটি প্রি-বুক করা যাবে।প্রি-বুকিংয়ের জন্য গ্রাহককে হুয়াওয়ের ব্র্যান্ডশপে গিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে এসএমএস করতে হবে। এরপর গ্রাহক একটি ফিরতি এসএমএস পাবেন। সেখানে প্রি-বুক কোড পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকের প্রি-বুক নিশ্চিত হবে।

জুতসই মোবাইল ফটোগ্রাফির জন্য ওয়াই নাইন এস ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ট্রিপল এআই ক্যামেরা কনফিগারেশন। প্রধান ক্যামেরাটি ছাড়াও আল্ট্রা ওয়াইড ও ডেপথ অব ফিল্ডের জন্য পেছনে থাকছে ৮ ও ২ মেগাপিক্সেলের দু’টি ক্যামেরা। রয়েছে ১৬ মেগাপিক্সেলের পপআপ সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।

প্রিমিয়াম পারফরমেন্সের জন্য ফোনটিতে রাখা হয়েছে কিরিন ৭১০ এফের অক্টাকোর চিপসেট। উন্নতমানের এ চিপসেটের কারণে ফোনটির কর্মক্ষমতা বাড়ার পাশাপাশি চার্জ অপচয়ও কমে যাবে। এ চিপসেটের জন্য বড় গ্রাফিকসের গেম খেললে কিংবা লাইভ স্ট্রিম চালু রাখলেও গতি ব্যহত হবে না।

অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম এর উপর ভিত্তি করে ইএমইউআই ৯.১.০ সহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০০০ এমএএইচের বিশাল ব্যাটারি। ফলে দীর্ঘসময় ব্যবহারের পরও চার্জ সংক্রান্ত দুশ্চিন্তা থাকবে না।৬.৫৯ ইঞ্চির বিশাল এ ডিসপ্লের ফোনটিতে কোনো নচ রাখা হয়নি। কোনোরকম ল্যাগিং ছাড়াই ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম। এছাড়াও ইন্টারনাল স্টোরেজ নিয়ে বাড়তি চিন্তা কমাতে দেওয়া হয়েছে ১২৮ জিবির বিশাল রম।

বিডি প্রেসরিলিস / ২৭ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪