Follow us

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ আই ল্যাপটপ পাচ্ছেন দুটি স্ক্রিন সাইজে, যা হচ্ছে IdeaPad 5 14ITL05 এবং IdeaPad 5 15ITL05। IdeaPad 5 14ITL05 ল্যাপটপের স্ক্রিন সাইজ ১৪ ইঞ্চি এবং IdeaPad 5 15ITL05 এর স্ক্রিন সাইজ ১৫.৬ ইঞ্চি। দুটি ল্যাপটপে ফুলএইচডি আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন ১৯২০ x ১০৮০ এবং ব্রাইটনেস ৩০০ নিটস।

দুটি ল্যাপটপেই ব্যবহার করা হয়েছে ১১ম জেনারেশন ইন্টেল কোর আই ৫ ১১৩৫জি৭ এই প্রসেসরটি। ৪ কোর এবং ৮ থ্রেড এর এই প্রসেসর বেস ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ এবং বুস্ট ক্লক স্পিড ৪.২ গিগাহার্টজ। দুটি ল্যাপটপেই ৮জিবি ডিডিআর৪ ৩২০০ মেগাহার্টজের র‍্যাম ব্যবহৃত হয়েছে।

মোবাইলমার্ক ২০১৪ অনুযায়ী, দুটি ভ্যারিয়ান্টের ল্যাপটপই আপনাকে দেবে ১১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকাপ, যদিও তা নির্ভর করবে আপনার ব্যবহার এবং সেটিংসের ওপর।IdeaPad 5 14ITL05 এই ভ্যারিয়ান্টের সাথে পাচ্ছেন ৫১২ জিবির একটি এনভিএমই এসএসডি এবং IdeaPad 5 15ITL05 এর সাথে পাচ্ছেন ২৫৬ জিবি এনভিএমই এসএসডি এবং ৫৪০০ আরপিএম ১ টেরা বাইটের একটি হার্ড ড্রাইভ। ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ২ ওয়াটের ২টি স্টেরিও স্পিকার, যা ডলবি অডিও অপ্টিমাইজড। ল্যাপটপটির কিবোর্ডে রয়েছে এলইডি ব্যাকলিট যার দরুন আপনি অন্ধকারেও খুব স্বাচ্ছন্দ্যে টাইপিং করতে পারবেন।

অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন উইন্ডোজ ১০ হোম ভার্শন ৬৪বিট এবং অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট ২০১৯ ইন্সটল করা আছে, তাই আপনাকে আলাদা করে লাইসেন্স ক্রয় করার দরকার নেই।

ওয়াফাই ৬ সমর্থিত ল্যাপটপটির ব্লুটুথ ভার্সন ৫.১।

ল্যাপটপটির সিকিউরিটি খুবই স্ট্রং। চাইলেই এই ল্যাপটপের সিকিউরিটিকে কেউ বাইপাস করতে পারবে না, কারণ এতে রয়েছে ফিংগার প্রিন্ট রিডার এবং প্রাইভেসি শাটার ওয়েবক্যাম। পাওয়ার বাটনে রয়েছে ফিংগার প্রিন্ট স্ক্যানার। ফিংগার প্রিন্ট রিডিং ছাড়া এই ল্যাপটপটি ওপেন করা যাবে না। প্রাইভেসি শাটার ওয়েবক্যামের সাহায্যে আপনি আপনার সুবিধামতো ওয়েবক্যামটি অন অফ করতে পারবেন। তাই এই ফিচারটি আপনাকে অনাকাঙ্খিত হ্যাকিং থেকে রক্ষা করবে সাথে প্রাইভেসিও নিশ্চিত করবে। এছাড়াও রয়েছে ফার্মওয়্যার টিপিএম ২.০।ল্যাপটপটি আপনি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যেকোনো শাখা থেকে ক্রয় করতে পারবেন এবং অনুমোদিত সকল ডিলার হাউজেও পেয়ে যাবেন।

বিডি প্রেসরিলিস / ২১ এপ্রিল ২০২২ /এমএম   


LATEST POSTS
দেশের বাজারে ডাহুয়ার নতুন ওয়্যারলেস সিসি ক্যামেরা

Posted on মে ১৪th, ২০২৪

কোয়ালিটির ক্ষেত্রে বাংলাদেশে নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

Posted on মে ৫th, ২০২৪

বাজারে এলো ওয়ান্ডার’র নতুন দুটি কেক

Posted on মে ৫th, ২০২৪

রুচি বারবিকিউ চানাচুরের জমজমাট মিম ফেস্ট

Posted on মে ৫th, ২০২৪

বঙ্গ’র স্টিকার সাকিবের ব্যাটে

Posted on মে ৫th, ২০২৪

শুরু হল জিপি এক্সিলারেটর বুটক্যাম্প

Posted on এপ্রিল ২৯th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪