Follow us

সাশ্রয়ী দামে নতুন দুই ফোন আনল সিম্ফনি

 

নিজস্ব প্রতিবেদক :: ২০২০ সালের শুরুতেই সিম্ফনি বাজারে নিয়ে এলো জেড২৫ এবং জেড১২ নামের নতুন দুটি মডেল। সিম্ফনি মোবাইলের হেড অফিস র‌্যাংগস ব্যাবিলনিয়াতে এই স্মার্টফোন দুটি উদ্বোধন করেন সিম্ফনির অ্যাসিসটেন্ট ডিরেক্টর, মোবাইল সেলস এম.এ হানিফ, জেনারেল ম্যানেজার, প্রডাক্ট ডিপার্টমেন্ট, মুনিম এমডি ইশতিয়াক, ডেপুটি জেনারেল ম্যানেজার, বিজনেস অ্যান্ড প্ল্যানিং, তারিকুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার, মার্কেটিং মোহাম্মাদ তাইয়াবুর রহমান।

দুটি ফোনেই রয়েছে অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ৬.০৯ ইঞ্চির ইনসেল টেকনোলজি সমৃদ্ধ এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ডিসপ্লে দুটির শার্পনেস, কালার প্রডাকশন, ভিউইং অ্যাঙ্গেল এক কথায় অসাধারণ। আর তাই গেমস এবং মুভি দেখার এক্সপেরিয়েন্স হবে আরো স্বাচ্ছন্দ্যময়।

স্মার্টফোন দুটির প্রসেসর হিসেবে আছে ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। জেড২৫ এ দেওয়া হয়েছে ৩ জিবি ডিডিআর ৪ র‍্যাম এবং জেড১২ এ আছে ২ জিবি র‍্যাম এবং রম যথাক্রমে ৩২ জিবি এবং ১৬ জিবি যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এবং পর্যাপ্ত র‍্যাম থাকার ফলে হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে কোনো ধরনের ল্যাগিং ছাড়া।

ডিভাইস দুটিতে যথাক্রমে ৪০০০ এমএএইচ এবং ৩৫০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি দেয়া হয়েছে যা দিয়ে অনায়াসেই সারাদিন গেমিং এবং ব্রাউজিং করা যাবে।দুটি ফোনেই ব্যবহার হয়েছে এইআই পাওয়ারড ১৩+২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা।

জেড ২৫ এর ব্যাক ক্যামেরার এ্যাপারচার এফ১.৮ যার কারণে এই ক্যামেরার ছবিগুলো হবে অনেক বেশি প্রাণবন্ত, নিখুঁত এবং উজ্জ্বল। হার্ডওয়্যার এনাবল্ড বোকেহ মোডের কারণে বোকেহ মোডের ছবিগুলো হবে অনেক বেশি প্রাণবন্ত। ক্যামেরা সেন্সর হিসেবে আছে স্যামসাং সেন্সর পাশাপাশি ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও যাতে ভালো ছবি তোলা যায় তার জন্য অ্যাপারচার আছে এফ২.২।

সুন্দর ছবি তোলার জন্য জেড ১২ এর ব্যাক ক্যামেরাতে আছে অ্যাপারচার ২.২ এবং ফ্রন্ট ক্যামেরাতেও আছে একই অ্যাপারচার।দুটি ফোনেই সেলফি ক্যামেরার জন্য আছে অত্যাধুনিক ডিসপ্লে ফ্ল্যাশ যার মাধ্যমে অল্প আলোতেও সেলফি ক্যামেরা দিয়েও ছবি হবে অনেক সুন্দর।জেড২৫ এবং জেড১২ দুটি স্মার্টফোনের ক্যামেরা ফিচার হিসেবে আছে এআই, গুগল লেন্স, পোট্রেট মোড, ফেস বিউটি, নাইট শট, টাইম ল্যাপ্স, এইচডি আর, স্মাইল শাটার, ফেস ডিটেকশন, ফিল্টার, বার্স্ট মোড, প্যানোরামা, কিউ আর কোড এবং সেলফ টাইমার।

স্মার্টফোন দুটিতেই ফিংগারপ্রিন্ট সিকিউরিটি এবং ফেস আনলক ফিচারসহ আছে প্রক্সিমিটি, লাইট এবং জি-সেন্সর।স্পেশাল ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচার হিসেবে আছে “প্যারেন্টাল লক”। যার মাধ্যমে অভিভাবক তার বাচ্চাকে যদিও মোবাইলটি দেয় তাহলেও নিজের অন্য ফোন দিয়ে এই ফোনের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে পারবেন। মোবাইলে বাচ্চা কী করছে তাও দেখতে পাবেন এবং যে কোনো সফটওয়্যার এর টাইম নির্দিষ্ট করে দিতে পারবেন।

এছাড়াও আরো কিছু স্পেশাল ফিচার আছে যেমন, ডুয়াল ফোরজি স্ট্যান্ডবাই, ডুয়াল ভোল্টি, গুগল ডুয়ো, কুইক ক্যাপচার, ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে ফটো ক্যাপচার এবং স্মার্ট কন্ট্রোল ইত্যাদি।সিম্ফনি জেড২৫ পাওয়া যাচ্ছে লাইট ব্লু এবং ডার্ক ব্লু এই দুই কালারে এবং সিম্ফনি জেড১২ পাওয়া যাচ্ছে মিডনাইট ব্লু, এ্যাকুয়া ব্লু এবং ক্র্যানবেরি রেড এই তিন কালারে।ফোন দুটির দাম যথাক্রমে ৮ হাজার ৯৯০ টাকা এবং ৭ হাজার ৯৯০ টাকা সাথে আছে গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফার।

বিডি প্রেসরিলিস /০৭ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪