Follow us

রিয়েলমির দুই স্মার্টফোনের সঙ্গে আসছে ওয়াচ

নিজস্ব প্রতিবেদক :: চীনভিত্তিক ডিভাইস নির্মাতা রিয়েলমি তরুণ প্রজন্মের চাহিদায় জোর দিয়ে আসছে। এরই অংশ হিসেবে দেশের বাজারে রিয়েলমি সি১১ ও সিক্সের পাশাপাশি ওয়াচ ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ২২ জুলাই রিয়েলমির অফিশিয়াল ফেসবুক পেজে এক অনলাইন লঞ্চিং ইভেন্টে এ ডিভাইসগুলো উন্মোচন করা হবে।

রিয়েলমি বাংলাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট প্রাইজ রেঞ্জে বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে রিয়েলমি সি১১ স্মার্টফোনে থাকছে নাইটস্কেপ মোড ডুয়াল ক্যামেরা। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সঙ্গে ৬ দশমিক ৫ ইঞ্চি মিনি-ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লেতে বিনোদনের পাশাপাশি সোস্যাল মিডিয়া এনগেজমেন্টেও পাওয়া যাবে বাড়তি আনন্দ। রিয়েলমি সি১১-এর পাশাপাশি একই অনুষ্ঠানে ৬৪ মেগাপিক্সেলের প্রো ক্যামেরা ও প্রো ডিসপ্লের রিয়েলমি ৬ এবং রিয়েলমি ওয়াচ উন্মোচন করা হবে।

রিয়েলমির দাবি, তাদের সি সিরিজের স্মার্টফোনগুলো দারুণ সাড়া ফেলেছে। এরই মধ্যে সিরিজটির ১ কোটি ৩২ লাখ ফোন বিক্রি হয়েছে, যা একটি এন্ট্রি লেভেলের যেকোনো সিরিজের ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য। রিয়েলমি সি১১ স্মার্টফোনে রিভার্স চার্জিং প্রযুক্তি রয়েছে। ফলে ডিভাইসটি দিয়ে অন্যান্য ফোনও চার্জ করা যাবে। ৮৮ দশমিক ৭ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাতে স্মার্টফোনটিতে আছে সাড়ে ৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে।

এতে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। রিয়েলমি সি১১ স্মার্টফোন দিয়ে নাইটস্কেপ মোডে লো-লাইটেও তোলা যাবে নান্দনিক সব ছবি। মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৩৫ এসওসি প্রসেসর সংবলিত ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা রয়েছে। বাংলাদেশে মিন্ট গ্রিন ও পেপার গ্রে দুটি রঙে ডিভাইসটি পাওয়া যাবে।

অন্যদিকে রিয়েলমি ৬ স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা মিলবে। এতে আছে ৩০ ওয়াটের ভুক ফ্ল্যাশ চার্জ, দ্রুতগতিসম্পন্ন হেলিও জি৯০টি প্রসেসর এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের মসৃণ ডিসপ্লে। মোবাইল গেমিংয়ের অসাধারণ অভিজ্ঞতার জন্য শক্তিশালী চিপসেটে ফোনটি বাজারে আসছে।

রিয়েলমি নতুন দুই স্মার্টফোনের পাশাপাশি আনতে যাচ্ছে পরিধেয় এআইওটি পণ্য রিয়েলমি ওয়াচ। ডিভাইসটির ৩২০ী৩২০ পিক্সেলের ১ দশমিক ৪ ইঞ্চি টিএফটি-এলসিডির নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে থার্ড জেনারেশনের কর্নিং গরিলা গ্লাস। আছে রক্তের অক্সিজেন মনিটর, রিয়েল টাইম হার্ট মনিটর এবং ১৪টি স্পোর্টস মোড। রিয়েলমির দাবি, এসব পণ্য ট্রেন্ডসেটিং লাইফস্টাইলকে আরো সমুন্নত করবে।

রিয়েলমি ফ্যানরা ১৮ জুলাই থেকে শুরু হওয়া ঈদ পর্যন্ত চলমান প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। গুগলে রিয়েলমি সি১১ লিখে সার্চ করে নিজের ফেসবুক প্রোফাইল ও রিয়েলমি বাংলাদেশ কমিউনিটি পেজে #watchthetrendsetter- এ হ্যাশট্যাগ দিয়ে রিয়েলমি সি১১ প্রিয় ফিচারের স্ক্রিনশট পোস্ট করতে হবে। একটি ড্রর মাধ্যমে রিয়েলমির ফেসবুক পেজে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিডি প্রেসরিলিস /২৩ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪

ক্লেমনের সঙ্গে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চুক্তি স্বাক্ষরিত

Posted on মার্চ ৮th, ২০২৪