Follow us

রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা চালানোর অভিযোগ নবযুগের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক ::  বিতর্কিত প্রবাসী দৈনিক নবযুগের বিরুদ্ধে অপপ্রচার ও রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা চালানোর চাঞ্চল্যকর তথ্যাদি বেরিয়ে এসেছে। আল-জাজিরার কুখ্যাত ডকুমেন্টারী “অল দ্যা প্রাইম মিনিস্টার’স মেন” ও কারাগারে অন্তরীন থাকা অবস্থায় লেখক ও কার্টুন-ক্যাপশনিস্ট মুশতাক আহমেদের মৃত্যুকে উপজীব্য করে সরকার ও সেনাবাহিনী বিরোধী অপপ্রচার ও রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা চালানোর অভিযোগে বঙ্গবন্ধু আইনজীবী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক কর্তৃক বিতর্কিত দৈনিক নবযুগের বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহের মামলার তদন্ত পিবিআই (ঢাকা মেট্রো) বরাবর প্রেরণ করা হয়েছে।

বিশেষ করে সুনির্দিষ্ট যে প্রতিবেদনের প্রেক্ষিতে মামলা জারি করা হয়েছে, সে প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্য ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে বলে জানা গেছে। গত ২৫ আগস্ট ২০২১ এ তারিখে জারি করা এ-মামলার দ্বিতীয় আদেশের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-(০৫)-এর অতিরিক্ত মুখ্য ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক ঢাকা মেট্রো পিবিআইকে মামলা সংক্রান্ত অভিযোগের তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে, পিবিআইয়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে অভিযুক্তদের বেশিরভাগই বিদেশে, প্রধানত ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বলে প্রতীয়মান এবং এটি স্পষ্ট যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রভাবশালী অংশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে, গোপনে এবং কখনও কখনও স্পষ্টভাবে কাজ করছে। এটি আপাততঃ পরিষ্কার যে দৈনিক নবযুগের প্রকাশিত এই প্রতিবেদন এবং অন্যান্য সমধারার প্রতিবেদনের প্রধান উদ্দেশ্য বর্তমানে নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের অভ্যন্তরে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা এবং সরকার, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ সম্পর্কে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা ও অস্থিথিশীলতা সৃষ্টি করা।

এই মামলার অভিযুক্তদের মধ্যে নিম্নোক্তদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে পিবিআই সূত্র জানান, শহীদুল ইসলাম জায়গীরদার, শিপলু কুমার বর্মণ, মুকিত চৌধুরী, রোমানা আক্তার রুমকি, মো. জাকির হোসাইন, আহসানুল হুদা সরকার, মো. রাজিম হোসাইন, মো. মাসুম সাজ্জাদ, মো. আশিফ হোসাইন, মো. সাব্বির হোসাইন, মো. আল আমিন কায়সার।অন্যদের সনাক্ত করবার প্রক্রিয়া চলমান। মামলাটি (সি.আর. – ১২০/২০২১) বর্তমানে বিচারাধীন।

বিডি প্রেসরিলিস / ০২ সেপ্টেম্বর ২০২১ /এমএম 

 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫