নিজস্ব প্রতিবেদক :: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা খোলা হয়েছে।এটি ব্যাংকটির ১২৫তম শাখা।বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক আলহাজ্জ মহিউদ্দিন আহমেদ শাখাটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শাখা প্রাঙ্গণে এটিএম বুথেরও উদ্বোধন করেন তিনি।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ।বক্তব্য রাখেন, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী ও বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামসুদ্দিন এবং বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মাহবুবুর রশীদ, রাজশাহী শাখার ব্যবস্থাপক আরিফ বিল্লাহ এবং আড়ানী বাজার শাখার ব্যবস্থাপক আবু ইউসুফ।মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তিসহ সব ক্ষেত্রে দেশের উন্নয়নের প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। শহরের অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে গ্রামীণ অর্থনীতি।
রাজশাহী অঞ্চলের বাঘা উপজেলা অতি প্রাচীন কাল থেকেই ব্যবসা-বাণিজ্যে অগ্রসরমান। বাঘা অঞ্চলের শিল্প-বাণিজ্যের উন্নয়নে শাহ্জালাল ব্যাংক যথাসম্ভব বিনিয়োগ করবে বলে তিনি জানান।আব্দুল আজিজ বলেন, শাহ্জালাল ব্যাংক জনগণের দোঁর গোঁড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যেই পর্যায়ক্রমে প্রতিটি জেলা, উপজেলা এবং শহরতলীতে শাখা স্থাপনের মাধ্যমে সমাজের সর্বস্তরের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।
বিডি প্রেস রিলিস / ০১ আগস্ট ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫