নিজস্ব প্রতিবেদক :: হুন্দাইয়ের সঙ্গে এক জোট হয়ে এবার উড়ন্ত ট্যাক্সি আনছে উবার। সম্প্রতি এস-এ১ নামের একটি কনসেপ্ট এয়ারক্রাফট সামনে এনেছে কোম্পানিটি। সিইএস ২০২০ ইভেন্টে এই এয়ার ট্যাক্সির কনসেপ্ট ভার্সন প্রদর্শন করা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই এয়ার ট্যাক্সি লঞ্চের কথা বলছে উবার। এবার সেই পথে সামিল হলো হুন্দাই।
এই ট্যাক্সি তৈরি হলে বিভিন্ন শহরে আকাশপথে দ্রুত চলাফেরা করা যাবে। নতুন এয়ার ট্যাক্সি টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য বিশেষ পরিকাঠামো তৈরির কাজ করবে এই উবার ও হুন্দাই।উপর-নিচে ল্যান্ডিং ও টেক-অফ করবে এই এয়ার ট্যাক্সি। নাসা প্রথম এই প্রযুক্তি সামনে এনেছিল। পরে বিভিন্ন কোম্পানিকে উদ্বুদ্ধ করবে জনসমক্ষে এই প্রযুক্তি নিয়ে আসে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
সর্বোচ্চ ২৯০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারবে এই উড়ন্ত ট্যাক্সি। মাটি থেকে ১০০০ থেকে ২০০০ ফুট উপরে উড়বে এই যান। একবারে ১০০ কিমি পর্যন্ত উড়তে পারবে সম্পূর্ণ ইলেকট্রিকে চলা এই ট্যাক্সি। পাঁচ থেকে সাত মিনিট চার্জ করে আবার আকাশে পাড়ি দিতে পারবে বলে জানিয়েছে কোম্পানি।
বিডি প্রেসরিলিস /০৮ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫