নিজস্ব প্রতিবেদক :: দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা প্রদানের অংশ হিসেবে যশোরের বাঘারপাড়া বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে ব্র্যাক ব্যাংক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাঘারপাড়ার হসপিটাল রোডের এম এ টাওয়ারে ওই শাখার উদ্বোধন করেন বাঘারপাড়ায় জোনাল সেটেলমেন্ট অফিসের এসি ল্যান্ড এ এফ এম আবু সুফিয়ান এবং ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন।২০১৮ সালে চালু হওয়া ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দেশের সকল বিভাগে ১০১ টি আউটলেট চালু করেছে।
এজেন্ট ব্যাংকিং প্রবর্তনের সাথে সাথে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা আউটলেটগুলোতে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া, উঠানো, ডিপিএস, এফডিআর, তহবিল স্থানান্তর, রেমিটেন্স, ইউটিলিটি বিল, বিমা প্রিমিয়াম পেমেন্ট, ঋণ বিতরণ ও পরিশোধ, সরকারি ভাতা প্রাপ্তি, ডেবিট কার্ড এবং চেক বই রিকুইজিশন, স্কুল ফি প্রদানসহ নানান ব্যাংকিং সেবা পাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর বাঘারপাড়া পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর অরুণ কুমার দাশ, যশোর বাঘারপাড়া বাজার সমিতির সভাপতি জয়নাল আবেদীন, ব্র্যাক ব্যাংকের স্মল বিজনেস (পশ্চিম) প্রধান নজরুল ইসলাম এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুল হাসান।
বিডি প্রেস রিলিস / ২২ জুলাই ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫